Advertisement
২০ নভেম্বর ২০২৪

‘পুরোপুরি প্রস্তুত দার্জিলিং, আপনারা এ বার আসুন’

পাহাড়ে বন্‌ধ-আন্দোলনের জেরে যে ব্যাপক ক্ষতি হয়েছে, সে কথা এ দিনও স্বীকার করলেন বিনয় তামাঙ্গ। মেলা উদ্বোধনের পরে সে কথা মনে করিয়ে দিয়ে বিনয়ের মন্তব্য, ‘‘জিটিএতে নতুন বোর্ড আসার পরে পাহাড় এখন পুরোপুরি স্বাভাবিক।

কু-ঝিকঝিক: বন্‌ধ আন্দোলনে দীর্ঘ দিন বন্ধ থাকার পরে ফের শিলিগুড়ি থেকে পাহাড়ের গা বেয়ে গুটিগুটি দার্জিলি‌ংয়ের পথে যাত্রা টয়ট্রেনের। ছবি: বিশ্বরূপ বসাক

কু-ঝিকঝিক: বন্‌ধ আন্দোলনে দীর্ঘ দিন বন্ধ থাকার পরে ফের শিলিগুড়ি থেকে পাহাড়ের গা বেয়ে গুটিগুটি দার্জিলি‌ংয়ের পথে যাত্রা টয়ট্রেনের। ছবি: বিশ্বরূপ বসাক

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৭ ০২:৫৩
Share: Save:

পর্যটকদের আমন্ত্রণে দার্জিলিং প্রস্তুত, একযোগে জানিয়ে দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব এবং জিটিএ-এর প্রশাসনিক বোর্ডের চিফ বিনয় তামাঙ্গ। শুক্রবার শিলিগুড়ির উপকন্ঠে একটি শপিং মলে পর্যটন মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দু’জনেই। আগামী ২৭ ডিসেম্বর থেকে দার্জিলিঙেও পর্যটন উৎসব রয়েছে। সেই তিস্তা-রঙ্গিত উৎসবের উদ্বোধন করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত আসছেন না। তাঁর কাছে আর্জি জানাতে শনিবার জিটিএ-র ভাইস চেয়ারম্যান অনীত থাপা কলকাতা যাচ্ছেন।

পাহাড়ে বন্‌ধ-আন্দোলনের জেরে যে ব্যাপক ক্ষতি হয়েছে, সে কথা এ দিনও স্বীকার করলেন বিনয় তামাঙ্গ। মেলা উদ্বোধনের পরে সে কথা মনে করিয়ে দিয়ে বিনয়ের মন্তব্য, ‘‘জিটিএতে নতুন বোর্ড আসার পরে পাহাড় এখন পুরোপুরি স্বাভাবিক। পর্যটকদের বরণ করে নিতে দার্জিলিং এখন পুরোপুরি প্রস্তুত।’’ রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতমবাবুও মনে করেন, ‘‘পাহাড়ের পরিস্থিতি একেবারেই অনুকুল। হয়তো এখনও পর্যটকদের একাংশের পাহাড়ে আসার জড়তা রয়েছে। পাহাড়ে পর্যটন উৎসবের পরে সে সব জড়তা কেটে যাবে।’’

আরও পড়ুন: সংসদে কংগ্রেসের হাত এড়িয়ে চলবেন মমতা

মেলা উদ্বোধনে গৌতম-বিনয় একই সুরে পাহাড় নিয়ে আশ্বস্ত করায় মনোবল বেড়েছে পর্যটন ব্যবসায়ীদেরও। দার্জিলিং-কালিম্পং-কার্শিয়াং-মিরিক সর্বত্র এখনও পর্যটকদের তেমন ভিড় নেই। এ দিন শুক্রবার থেকে পাহাড়-সমতল পুরো পথে টয়ট্রেন চলাচল শুরু হয়েছে। পর্যটকদের কাছে জনপ্রিয় টয়ট্রেনের জয় রাইড-ও কিন্তু এত দিন ধরে চলছে কার্যত যাত্রী ছাড়াই। এর থেকেই দার্জিলিঙে এখনকার পর্যটন পরিস্থিতি আন্দাজ করা যায়। বন্ধ হয়ে রয়েছে অনেক হোটেল। এই পরিস্থিতি কাটাতে রাজ্য-জিটিএ উভয়ই উদ্যোগী হয়েছে। শিলিগুড়ির মেলায় উপস্থিত কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের আঞ্চলিক অধিকর্তা জে পি শ’ বলেন, ‘‘এই সময়ে দার্জিলিঙের তিস্তা-রঙ্গিত উৎসব খুবই ভাল সাড়া ফেলবে। দার্জিলিঙে যে পর্যটকরা স্বাভাবিক ভাবে যাতায়াত করতে পারেন, সেই বার্তা সারা দেশ জানতে পারবে।’’

পর্যটন উৎসবের সময়ে দেশ-বিদেশের বিভিন্ন সংস্থাও দার্জিলিঙে আসবেন।

অন্য বিষয়গুলি:

Darjeeling Goutam Deb Binay Tamang Tourism
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy