মালদহের বৈষ্ণবনগরে খোঁজ মিলল বেআইনি অস্ত্র কারখানার। শনিবার বিএসএফ এবং স্থানীয় পুলিশের যৌথ অভিযানে হদিশ মেলে কারখানাটির। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে বাড়ির মালিক আব্দুল রশিদ, তাঁর ছেলে দিলবর হোসেন এবং ২ জন মুঙ্গেরের বাসিন্দাকে।
বিএসএফ এবং পুলিশ সূত্রে খবর, মালদহ শহর থেকে প্রায় ৭০ কিমি দূরে বাংলাদেশ সীমান্তের কাছে বৈষ্ণবনগর থানা এলাকার পারবৈদ্যনাথপুরে কারখানাটির হদিশ পায় যৌথবাহিনী। বিএসএফ-এর দৌলতপুর বর্ডার আউটপোস্টের অ্যাসিস্ট্যান্ট কম্যানডান্ট প্রদীপ কুমার রায়পুরি বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে পারবৈদ্যনাথপুরে জনৈক আব্দুল রশিদের বাড়িতে হানা দেয় বৈষ্ণবনগর থানার পুলিশ এবং দৌলতপুর বর্ডার আউটপোস্টের ২০ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ বাহিনী। এ দিন বিকেলে ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হবে।” যৌথবাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে কয়েকটি ৭এমএম পিস্তল, ৫টি ম্যাগাজিন, ৫ রাউন্ড কার্তুজ এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy