চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ম্যাচ দেখানো হয়েছিল ক্লাসরুমে! সেই অভিযোগে এক ডাক্তারি পড়ুয়াকে কর্তৃপক্ষের শো কজ় করা নিয়ে তেতে উঠল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ। ডিন অনুপম নাথকে ঘিরে বিক্ষোভে বুধবার দুপুর থেকে সেখানে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। তাতে রক্তও ঝরল।
মেডিক্যাল কলেজ সূত্রে খবর, বুধবার যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন, তাঁরা মূলত তৃণমূল ছাত্র সংগঠন টিএমসিপির সঙ্গে যুক্ত। বিক্ষোভকারীদের দাবি, ক্লাসরুমে খেলা দেখানোর জন্য অনুমতি নেওয়া হয়েছিল অধ্যক্ষের কাছ থেকে। সেখানে সকল ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ম্যাচ দেখেন। তার জন্য কমিউনিটি মেডিসিনের ছাত্র সানি মান্নাকে শো কজ় করা হয়েছে। তার প্রতিবাদেই বিক্ষোভ। সেই বিক্ষোভ ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় উত্তরবঙ্গ মেডিক্যালে। জখম হন সানিও। তাঁর হাত কেটে গিয়েছে বলে অভিযোগ।
সানি বলেন, ‘‘খেলা দেখার জন্য ৭ তারিখে চিঠি দেওয়া হয়েছিল। তার উত্তর আমি পাইনি। পরে ৯ তারিখ প্রিন্সিপালের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে তাঁর নির্দেশেই ক্লাসঘর খোলা হয়। এতে আমাদের কোনও মদত নেই৷ কিন্তু নোটিস বোর্ডে আমার নামে শো কজ় নোটিস! এটা কেন হল? তা নিয়েই আমাদের বিক্ষোভ। এর জেরে আমাকে আহত হতে হয়েছে। ব্যাপক মারধর করা হয়েছে আমাকে।’’
ডিন বলেন, ‘‘ছাত্রছাত্রীদের থেকে জানতে পারি, সানি মান্না নামক এক ছাত্র লেকচার থিয়েটার ব্যবহার করে খেলা দেখার আয়োজন করেছে। চিঠি দিয়ে তাঁর থেকে জানতে চাওয়া হয়েছে যে, কার অনুমতিতে সে লেকচার থিয়েটার খুলে খেলা দেখার আয়োজন করল? নিয়ম অনুসারে সমস্ত ধরনের লেকচার থিয়েটার শুধুমাত্র অ্যাকাডেমিক কাজেই ব্যবহার করার জন্য। অন্য কাজের জন্য কমিউনিটি হল রয়েছে।’’