
এ যেন গোদের উপর বিষফোড়া! এমনিতেই শেয়ার বাজার নিম্নমুখী থাকায় মোটা লোকসান হয়েছে লগ্নিকারীদের। তার মধ্যে আবার ইন্ডাসইন্ড ব্যাঙ্কের স্টকে নামল ধস। বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানটির শেয়ারের দাম কমতে কমতে ৬৭৫ থেকে ৬৮০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। এর প্রভাব অন্যান্য ব্যাঙ্ক এবং মিউচুয়াল ফান্ডের উপর পড়ার রয়েছে প্রভূত আশঙ্কা। ফলে চিন্তায় রাতের ঘুম উড়েছে বিনিয়োগকারীদের।

চলতি বছরের ১১ মার্চ ২৭ শতাংশ নিম্নমুখী হয় ইন্ডাসইন্ড ব্যাঙ্কের স্টকের দর। ফলে ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে চলে আসে হিন্দুজ়া গোষ্ঠীর এই আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার। ওই তারিখে ইন্ডাসইন্ডের এক একটি স্টকের দাম দাঁড়ায় ৬৫৯.৫৫ টাকা। ২০২০ সালের নভেম্বর মাসের পর আর্থিক সংস্থাটির এটি সবচেয়ে বড় পতন বলে জানা গিয়েছে।