বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির ২১ জনের নতুন কমিটি তৈরি হল। আগামী ১৭ জুন তাঁরা শপথ নেবেন বলে ঠিক হয়েছে। ওই দিনই সভাপতি নির্বাচন হবে বলে নতুন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। পুরনো কমিটির বেশির ভাগই এ বারও জয়ী হয়েছেন বলে জানা গিয়েছে। শনিবার ভোট গ্রহণ হয়েছে। প্রায় ৮৬ শতাংশ ভোট পড়েছিল। নির্বাচন কমিশনের চেয়ারম্যান কিরণকুমার আনন্দ বলেন, ‘‘ব্যবসায়ী সমিতির মোট ভোটার সংখ্যা ১৩৭৪। এ দিন মোট ভোট পড়েছে ১১৮৩ টি।’’
মার্কেট সমিতি সূত্রে জানা গিয়েছে, ২১ জনের কার্যকরী সমিতির জন্য ভোটে লড়ছেন ৩৬ জন প্রার্থী। এর মধ্যে ৯ জন পদাধিকারী বেছে নেওয়া হবে বলে জানানো হয়েছে। একটি কমিটির মেয়াদ থাকে তিন বছর। তার পরেই কমিটি পুনর্গঠন করা হয় বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগের সমিতির মেয়াদ শেষ হয়েছে গত ৫ এপ্রিল ২০১৫ সালে। সমিতির নিয়ম অনুযায়ী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার তিন মাসের মধ্যে ভোট করে নতুন কমিটি গঠন করতে হয়। এ দিন মোট ১২ টি বুথে ভোট হয়েছে। মহিলাদের জন্য ৩টি বুথ করে ভোট হয়েছে। নতুন কমিটির মধ্যে রয়েছেন গতবারের সভাপতি প্রতাপচন্দ্র দাস ও সম্পাদক বিশ্বজিৎ ঘোষ। ভোটের জন্য দু’টি প্যানেল পড়েছিল।
গত বারের কার্যকরী সমিতিতে থাকা সংখ্যাগরিষ্ঠরা একটি আলাদা প্যানেল পেশ করেন। বিরোধীরা একটি প্যানেল পেশ করেন। তবে কেউই ২১ জনের গোটা প্যানেল পেশ করতে পারেননি। এক পক্ষের ২০ জনের বদলে অপর পক্ষ ১৬ জনকে দাঁড় করিয়েছে। যদিও নিয়ম অনুযায়ী ব্যালট পেপারে কোনও প্যানেলের উল্লেখ ছিল না। নামের আদ্যক্ষর অনুযায়ী বর্ণমালার ক্রমাঙ্কে পর পর সমস্ত নাম সাজানো হয়ে থাকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy