১১ সেপ্টেম্বর শিলিগুড়ি সংলগ্ন শিবমন্দির এলাকায় পালিত হয় বিশ্ব ভ্রাতৃত্ব দিবস। আয়োজক আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতি, শিলিগুড়ি শাখা এবং ‘আজকের অনুভব’, উত্তরবঙ্গ শাখা। ১৮৯৩-এর ১১ সেপ্টেন্বর স্বামী বিবেকানন্দর শিকাগোর ধর্মমহাসভায় যোগদান উপলক্ষে এই দিনটি বিশ্ব ভ্রাতৃত্ব দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বিবেকানন্দের প্রতিকৃতির সামনে মঙ্গলদ্বীপ প্রজ্বলন করেন শিলিগুড়ির রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের স্বামী আত্মবোধানন্দজী মহারাজ। সাম্য মৈত্রীর গান গেয়ে সূচনা করেন অরপনা রায়। স্বামীজীর শিকাগো বক্তৃতার বাংলা অনুবাদ এবং বিবেকানন্দের ধর্ম মহাসম্মেলনে যোগদান বিষয়ক নানা ঘটনা ও পাঁচটি কবিতা সম্বলিত বিশেষ ক্রোড়পত্রটি প্রকাশ করেন বাসুদেব রায়। উপস্থিত সকলের হাতে আয়োজকদের পক্ষ থেকে দেওয়া হয় সৌহার্দ্যের মঙ্গলসূত্র। ছিল স্বরচিত কবিতাপাঠ। পরিবেশিত হয় শ্যামল কৃষ্ণ দে ও রাজ সাহার সঙ্গীত। সঞ্চালনায় সজল গুহ এবং অরুণ কুমার সরকার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy