Advertisement
০২ নভেম্বর ২০২৪

তৃণমূল-বিজেপি সংঘর্ষ

শনিবার বন্যাত্রাণ নিয়ে সংঘর্ষ বাধে তুফানগঞ্জের নাককাটিগছ পঞ্চায়েতের পূর্ব দ্বিপরপাড়ে। বিজেপির অভিযোগ বন্যা কবলিত তাদের কর্মীরা ত্রাণ পৌঁছতে গেলে লাঠিসোটা, বল্লম নিয়ে অতর্কিতে হামলা চালায় তৃণমূল।

পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপির। নিজস্ব চিত্র

পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপির। নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৯ ০৭:৪২
Share: Save:

দু’জায়গায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হল কোচবিহার।

শনিবার বন্যাত্রাণ নিয়ে সংঘর্ষ বাধে তুফানগঞ্জের নাককাটিগছ পঞ্চায়েতের পূর্ব দ্বিপরপাড়ে। বিজেপির অভিযোগ বন্যা কবলিত তাদের কর্মীরা ত্রাণ পৌঁছতে গেলে লাঠিসোটা, বল্লম নিয়ে অতর্কিতে হামলা চালায় তৃণমূল। তৃণমূলের পাল্টা দাবি, ৩০ থেকে ৩৫ জন বিজেপির দুষ্কৃতী ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে দিতে তাদের এক কর্মীর বাড়িতে হামলা চালায়। এই ঘটনায় উভয় দলের ১০ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। পরে বিজেপি কর্মীরা বিশাল মিছিল নিয়ে যাবার চেষ্টা করে দ্বিপরপাড় এলাকায়। বোড়ইতলা এলাকায় পুলিশ বিজেপির মিছিল আটকে দিলে বিক্ষোভ দেখায় বিজেপি। তুফানগঞ্জের এসডিপিও জ্যাম ইয়াং জিম্বা বলেন, ‘‘দ্বিপরপাড় এলাকায় উত্তেজনা ছড়ালে পুলিশ মোতায়েন করা হয়। এ দিনের ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ জমা পড়েছে। সমস্ত বিষয় নিয়ে তদন্ত করা হবে। এখন এলাকা শান্ত রয়েছে।’’

এ দিন সকালে কোচবিহারের পুটিমারি ফুলেশ্বরী এলাকাতেও তৃণমূল-বিজেপির সংঘর্ষ বাধে। পুটিমারি ফুলেশ্বরী পঞ্চায়েতের দেউরহাট বাজার লাগোয়া বড়নলধোন্দরা এলাকায় এই ঘটনায় জখম হয়েছেন দু’পক্ষের অন্তত ন’জন জখম হয়েছেন। তৃণমূলের অভিযোগ, লোকসভা নির্বাচনের পর থেকেই কোচবিহার জেলাজুড়ে পরিকল্পিতভাবে অশান্তি করছে বিজেপির সমর্থকরা। এদিন সকালেও পরিকল্পিতভাবে বড় নলধোন্দরা এলাকায় বিজেপির লোকজন অতর্কিতে হামলা চালায়। বিজেপির পাল্টা দাবি, লোকসভা ভোটে পরাজয় মানতে না পেরে তৃণমূলই অশান্তির আবহ তৈরির চেষ্টা করছে। এ দিন দলের সদস্যপদ সংগ্রহ অভিযানে থাকা কর্মীদের ওপরে তৃণমূলের লোকেরা আচমকা হামলা চালায় বলে বিজেপির অভিযোগ।

অন্য বিষয়গুলি:

Violence TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE