রাজেশের বাড়িতে ফের আগুন ধরাল জনতা। —নিজস্ব চিত্র।
এক তরুণীর অপমৃত্যু ঘিরে অশান্তি অব্যাহত ফালাকাটায়। গত শনিবার আলিপুরদুয়ারের ফালাকাটায় ওই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিজনদের দাবি, পড়শি যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়েও মতবদল করায় আত্মঘাতী হয় সে। এর পরই উতপ্ত হয়ে ওঠে এলাকা। উত্তেজিত জনতা ওই যুবকের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। চলে ভাঙচুরও। রবিবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এ দিন সকালে ফের ওই যুবকের বাড়িতে আগুন ধরাল জনতা। সেই সঙ্গে চলে পথ অবরোধ। আধ ঘণ্টাখানেক পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
কী হয়েছিল শনিবার?
পুলিশ সূত্রে খবর, সপ্তাহখানেক আগে ফালাকাটার রায়চেঙ্গা গ্রামের অর্পিতা মল্লিক (২৫) নামে এক তরুণীর সঙ্গে ঘর ছাড়ে পাড়ারই এক যুবক রাজেশ মাহাতো। অর্পিতার পরিবারের দাবি, দু’জনে বিয়ে করবে বলেই বাড়ি ছেড়েছিল। কিন্ত, গত শুক্রবার অর্পিতাকে নিয়ে ফালাকাটা থানায় ফিরে আসে রাজেশ। বিয়ে করতে নিজের অমত জানায় সে। এই ঘটনার পর যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য পুলিশ ৪১ নম্বর ধারায় ওই দু’জনকে সারা রাত থানায় রেখে দেয়। পরের দিন আদালতে তোলা হলে দু’জনকেই জামিন দেন বিচারক। অর্পিতার পরিবারের দাবি, বাড়ি ফিরে অপমানে আত্মঘাতী হয়েছে সে। তাঁর দেহ উদ্ধার করতে গেলে স্থানীয়দের রোষের মুখে পড়ে পুলিশ। রাজেশের বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতার একাংশ। পুলিশ এ বিষয়ে যুবকের বিরুদ্ধে কেন মামলা করল না সে দাবিতেও সরব হন অনেকে। এ বিষয়ে থানা হস্তক্ষেপ করেনি বলে বিবৃতি দেন আলিপুরদুয়ারের এসডিপিও অম্লানকুসুম ঘোষ। কিন্তু, তা সত্ত্বেও সন্তুষ্ট হয়নি ওই তরুণীর পরিবার-সহ স্থানীয়েরা।
এ দিন ফের রাজেশের বাড়িতে আগুন ধরায় জনতা। শুধু তাই নয়, রাজেশকে গ্রেফতারের দাবিতে চলে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ। দুপুর ১২টা নাগাদ অবরোধ শুরু হয় বলে জানিয়েছে পুলিশ। আধ ঘণ্টা পর ধীরে ধীরে অবরোধ উঠিয়ে নেয় বিক্ষোভকারীরা। অবরোধের ফলে এলাকায় তীব্র যানজট হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকা থমথমে রয়েছে বলে জানা গিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy