Advertisement
২৩ সেপ্টেম্বর ২০২৪
COVID 19

মৃতদেহ নিয়ে আসা অ্যাম্বুল্যান্স চালক পিপিই কিট পরে! সৎকার নিয়ে তুলকালাম ধূপগুড়িতে

মঙ্গলবার সকালে সকালে ধূপগুড়ি পুর মহাশ্মশানে অ্যাম্বুল্যান্সে এক বৃদ্ধার মৃতদেহ নিয়ে আসা হয়। এর পর অ্যাম্বুল্যান্স চালক পি পি ই কিট পরে সেই মৃতদেহ বার করেন।

নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ধূপগুড়ি শেষ আপডেট: ২৯ জুন ২০২১ ২৩:০৫
Share: Save:

বৃদ্ধার মৃতদেহ সৎকারকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ধূপগুড়ি শহরে। প্রয়াত তরু দত্ত করোনা আক্রান্ত, এই সন্দেহে সৎকারের সময় বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল।

মঙ্গলবার সকালে ধূপগুড়ি পুর মহাশ্মশানে অ্যাম্বুল্যান্সে ওই বৃদ্ধার মৃতদেহ নিয়ে আসা হয়। এর পর অ্যাম্বুল্যান্স চালক পিপিই কিট পরে সেই মৃতদেহ বার করেন। তাতেই এলাকাবাসীর সন্দেহ হয়, বৃদ্ধার করোনায় মৃত্যু হয়েছে। পরিস্থিতি দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মানুষ। বিক্ষোভকারী বাসিন্দারা বলেন, চালক পিপিই পরে এসেছিলেন এবং শ্মশানের যিনি মৃতদেহ সৎকারের কাজ করেন, তিনিও বলেছেন যে এই ব্যক্তির করোনায় মৃত্যু হয়েছে। তারপরেই বিক্ষোভ শুরু হয়। এরপর ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার থানার পুলিশ।

মৃতের পরিবারের দাবি, পক্ষাঘাতগ্রস্ত হয়েছিলেন বৃদ্ধা। আজ তাঁর মৃত্যু হয়। মেয়ে আরতি রক্ষিত বলেন, ‘‘মা প্রায় ন’বছর ধরে অসুস্থ। আজ সকালে তাঁর মৃত্যু হয়। এলাকার লোকজন করোনা আক্রান্ত ভেবে মৃতদেহ সৎকারে বাধা দেয়, হেনস্থা করে।’’

ধূপগুড়ি পুরসভার পক্ষ থেকে রাজেশ কুমার সিংহ বলেন, ‘‘ওই মহিলা করোনা আক্রান্ত ছিলেন না। বাড়িতেই মৃত্যু হয়। তাই নিয়ম অনুযায়ী ধূপগুড়িতে সৎকার করা হয়, পুলিশি পাহারায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

coronavirus COVID 19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE