ছবি: সংগৃহীত।
বিধান মার্কেটে অবৈধ নির্মাণ ভাঙা হবেই, জোর গলায় জানালেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। শনিবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে নাগরিক কনভেনশনে এই কথা বলেন পর্যটনমন্ত্রী। আগুনে পুড়ে যাওয়া দোকানের জায়গায় অবৈধ নির্মাণ নিয়ে অভিযোগ উঠলে তিনি তা ভাঙার নির্দেশ দিয়েছিলেন। ‘শিলিগুড়ি বাঁচাও’ নাম দিয়ে নাগরিক কনভেনশন করার কথা জানিয়েছিলেন মন্ত্রী। এ দিন কনভেনশনের ব্যানারে সুকান্তের কবিতার লাইন ব্যবহার করে লেখা ছিল ‘যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাব পৃথিবীর জঞ্জাল।’
এ দিন কনভেনশনে বিধান মার্কেটের অবৈধ নির্মাণ, শহরের অন্যত্র হওয়া অবৈধ নির্মাণ, পার্কিং সমস্যা, মহানন্দার দূষণ, নদীর চর দখল, নিকাশি সমস্যার মতো বিভিন্ন প্রসঙ্গ উঠেছে। শহরের ব্যবসায়ী থেকে চিকিৎক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, লেখক, নাট্যব্যক্তিত্ব, সাধারণ মানুষ সকলেই এসব প্রশ্ন তোলেন।
জবাবি ভাষণে পর্যটনমন্ত্রী বলেন, ‘‘অবৈধ কাজের বিরুদ্ধে একটা জায়গা থেকে শুরু করার জন্যই বিধান মার্কেটের বিষয়টি মূল। বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুড়ে যাওয়া দোকানগুলো শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ তৈরি করে দেবে। ওই অবৈধ দোকান ভাঙা হবেই।’’ এ দিন কনভেনশনে উপস্থিত এসজেডিএ’র চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মণও জানন, আইন অনুসারে তারা ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। মন্ত্রী জানান, এসজেডিএ প্ল্যান তৈরি করছে। সেই মতো অস্থায়ী পরিকাঠামোয় দোকান তৈরি হবে। বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হয়েছে। কাজ না-হওয়া পর্যন্ত বিদ্যুৎ মিলবে না।
মেয়র অশোক ভট্টাচার্য বলেন, ‘‘প্রথমত নাগরিকসভা ডাকে মেয়র। তাই এটা ব্যক্তির ডাকে সভা মাত্র। গুরুত্বহীন বলে মনে করছি। নাগরিকসভা হবে ১৯ অগস্ট পুরসভার উদ্যোগে। সেখানে মন্ত্রীকেও ডাকা হবে।’’ তবে মেয়রের প্রশ্ন, ‘‘মন্ত্রী হঠাৎ করে আট বছরের মাথায় আন্দোলনের কথা বলছেন কেন? তিনি তো এসজেডিএর চেয়ারম্যান, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ছিলেন। মহানন্দা অ্যাকশন প্ল্যানে দুর্নীতি কেন হল? ’’ পুরসভার তরফে ভূগর্ভস্থ সুয়ারেজ, নিকাশি গড়তে অম্রুত প্রকল্পের জন্য রাজ্যকে প্রস্তাব পাঠানো হয়েছিল। মন্ত্রী তা কেন্দ্রে পাঠাতে দেননি বলেও অভিযোগ করেন মেয়র।
বিধানমার্কেট ব্যবসায়ী সমিতির তরফে জানানো হয় তাদের কনভেনশনের কোনও আমন্ত্রণপত্র পাঠানো হয়নি। সমিতির সভাপতি সুব্রত সাহা বলেন, ‘‘মন্ত্রী যেটা ভাল বুঝবেন করবেন।’’ এ দিন কনভেনশনে নিজেই উঠে দাঁড়িয়ে বক্তব্য রাখতে চান নান্টু পাল। বক্তব্যে বলেন, ‘‘বিতর্কিত কিছু বলছি না। আমি অবৈধ নির্মাণ ভাঙার পক্ষে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy