Advertisement
০৫ নভেম্বর ২০২৪

বেহাল সুপার স্পেশালিটিও

রোগী ভর্তি এক হাসপাতালে৷ কিন্তু তাকে এক্স রে, সিটি স্ক্যান বা ইসিজি করাতে নিয়ে যেতে হচ্ছে সাড়ে তিন কিলোমিটার দূরের অন্য হাসপাতালে৷ একই অবস্থা আউটডোরেও৷ সেখানে রোগী দেখানোর পর অনেক সময়ই ওষুধের জন্য ছুটে যেতে হচ্ছে সাড়ে তিন কিলোমিটার দূরের হাসপাতালটিতে৷

পার্থ চক্রবর্তী
জলপাইগুড়ি শেষ আপডেট: ১৪ মে ২০১৭ ০৪:২৬
Share: Save:

রোগী ভর্তি এক হাসপাতালে৷ কিন্তু তাকে এক্স রে, সিটি স্ক্যান বা ইসিজি করাতে নিয়ে যেতে হচ্ছে সাড়ে তিন কিলোমিটার দূরের অন্য হাসপাতালে৷ একই অবস্থা আউটডোরেও৷ সেখানে রোগী দেখানোর পর অনেক সময়ই ওষুধের জন্য ছুটে যেতে হচ্ছে সাড়ে তিন কিলোমিটার দূরের হাসপাতালটিতে৷

জলপাইগুড়ি শহরে সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবার হাল এই মুহূর্তে ঠিক এমনই৷

২০১৬ সালের জুন মাসে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সময়ই সেখানে দন্ত ও চর্ম বিভাগের আউটডোর চালু হয়৷ ২৭ মার্চ মুখ্যমন্ত্রীর জলপাইগুড়ি সফরের আগে তড়িঘড়ি আরও কয়েকটি বিভাগ জেলা হাসপাতাল থেকে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু অভিযোগ, রোগী ভর্তি শুরু হলেও এখনও সেখানে এক্স রে, সিটি স্ক্যান বা ইসিজি-র কোনও ব্যবস্থা করা হয়নি৷ ফলে এই তিনটির কোনও একটি পরীক্ষার প্রয়োজন হলে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে জলপাইগুড়ি জেলা হাসপাতালে৷

রোগীর আত্মীয়দের অনেকেরই অভিযোগ, মুখ্যমন্ত্রীকে খুশি করতে তড়িঘড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল চালু করা হয়েছে৷ যার খেসারত দিতে হচ্ছে রোগীদের৷ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছেন মমতা মোদক৷ তার কথায়, ‘‘চিকিৎসকরা সিটি স্ক্যানের জন্য লিখে দিয়েছেন৷ তা করাতে আমায় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অসুস্থ শরীরে এই টানাপড়েন আর ভাল লাগছে না৷’’

সুপার স্পেশালিটি হাসপাতালে আউট ডোর পরিষেবা নিয়েও অভিযোগ তুলছেন রোগী ও রোগীর আত্মীয়রা৷ তাদের অভিযোগ, অনেক সময়ই ওই হাসপাতালে ওষুধ পাওয়া যায় না৷ জেলা হাসপাতালে গিয়ে ওষুধ নিতে হয়৷ জেলা স্বাস্থ্য দফতরের কর্তাদের কথায়, ‘‘খুব শীঘ্রই সুপার স্পেশালিটি হাসপাতালে সব রকম পরিষেবা চালু হবে।’’ জলপাইগুড়ি হাসপাতালের সুপার গয়ারাম নস্করই সুপার স্পেশালিটি হাসপাতালের দায়িত্বে রয়েছেন৷ তাঁর কথায়, ‘‘কোনও পরীক্ষার জন্য সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে জেলা হাসপাতালে কাউকে আনতে হলে আমরা যত্ন করেই সেই রোগীকে নিয়ে আসি৷’’ ওষুধ নিয়ে অভিযোগও তিনি মানতে চাননি।

অন্য বিষয়গুলি:

hospital Super specialty hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE