Advertisement
০৫ নভেম্বর ২০২৪

পাহাড়ে তৃণমূল সমর্থকের বাড়িতে আগুন, অভিযুক্ত মোর্চা

ভোটের ফল ঘোষণার পর থেকেই তৃণমূল এবং মোর্চা সমর্থকদের মধ্যে সংঘর্ষ, হামলার অভিযোগ পাল্টা অভিযোগ অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাতে দার্জিলিঙের বাদামতামে এক তৃণমূল সমর্থকের বাড়ি, গাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মোর্চা সমর্থকদের বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, রাত পৌনে দশটা নাগাদ বাদামতামের কাটারে এলাকার বাসিন্দা পেশায় গাড়ি চালক ধন বাহাদুর তামাঙ্গ তাঁর দোতলা বাড়ির সামনে বেশ কয়েকজনের চিৎকার শুনে বেরিয়ে আসেন।

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং ও শিলিগুড়ি শেষ আপডেট: ২২ মে ২০১৪ ০২:০১
Share: Save:

ভোটের ফল ঘোষণার পর থেকেই তৃণমূল এবং মোর্চা সমর্থকদের মধ্যে সংঘর্ষ, হামলার অভিযোগ পাল্টা অভিযোগ অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাতে দার্জিলিঙের বাদামতামে এক তৃণমূল সমর্থকের বাড়ি, গাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মোর্চা সমর্থকদের বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, রাত পৌনে দশটা নাগাদ বাদামতামের কাটারে এলাকার বাসিন্দা পেশায় গাড়ি চালক ধন বাহাদুর তামাঙ্গ তাঁর দোতলা বাড়ির সামনে বেশ কয়েকজনের চিৎকার শুনে বেরিয়ে আসেন। ততক্ষণে তাঁর বাড়ির একাংশে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আগুন দেখে স্ত্রীকে নিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে আসেন। বাড়ির সঙ্গে তাঁর জিপ গাড়িও ভস্মীভূত হয়েছে বলে অভিযোগ। ওই জিপ গাড়িটি তিনি তৃণমূলকে প্রচারে ব্যবহার করতে দিয়েছিলেন বলে জানিয়েছেন।

ধন বাহাদুরবাবুর অভিযোগ, “আগুন লেগেছে টের পেয়ে বেরিয়ে এসে দু’জন স্থানীয় মোর্চা নেতাকে পালিয়ে যেতে দেখেছি।” তাঁর দাবি, “তৃণমূলের প্রচারে গাড়ি ব্যবহার করতে দেওয়ার সময়েই মোর্চার তরফে হুমকি দেওয়া হয়েছিল। এবার বাড়িতে আগুন লাগিয়ে দিল। গাড়িটিও পুড়িয়ে দিয়েছে। বাড়ির কোনও কিছুই বাঁচাতে পারিনি। কোনও মতে স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসতে পেরেছি।” মোর্চার দুই স্থানীয় নেতার নামে দার্জিলিং থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। দার্জিলিঙের পুলিশ সুপার অখিলেশ চর্তুবেদী বলেন, “বাদামতামের ঘটনা নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত চলছে।”

মোর্চার তরফে অবশ্য অভিযোগের কথা অস্বীকার করা হয়েছে। এলাকার মোর্চা নেতা তথা জিটিএ-এর সদস্য দেও প্রকাশ প্রধান পাল্টা দাবি করে বলেন, “ভোটে জিততে না পেরে তৃণমূল মিথ্যের রাজনীতি শুরু করেছে। মোর্চার কোনও সমর্থক ঘটনায় জড়িত নন।”

এ দিকে, দলের কর্মী সমর্থকদের উপর হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করে নির্বাচন আচরণ বিধি প্রত্যাহারের পরেও পাহাড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার দাবি জানাল তৃণমূলের দার্জিলিং পাহাড় কমিটি। বুধবার তৃণমূলের পাহাড় কমিটির মুখপাত্র বিন্নি শর্মার নেতৃত্বে তাদের একটি প্রতিনিধি দল উত্তরবঙ্গের আইজি জাভেদ শামিমের সঙ্গে দেখা করেন। তাদের দাবি, মোর্চার সন্ত্রাসের জেরে তাঁদের অন্তত ২০ জন সমর্থক বাড়ি ছেড়ে অন্যত্র লুকিয়ে রয়েছেন। যে এলাকায় তৃণমূল বেশি ভোট পেয়েছে, সেখানেই সন্ত্রাস বেশি হচ্ছে বলে তৃণমূল নেতারা অভিযোগ করেছেন। পাহাড়ের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েনের দাবিও জানিয়েছেন তাঁরা। গত মঙ্গলবার রাতেও বাদামতামে এক তৃণমূল সমর্থকের বাড়ি এবং গাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা নিয়েও আইজি-কে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছে তৃণমূল। পুলিশ প্রশাসন সহ নির্বাচন কমিশনকেও সন্ত্রাসের অভিযোগ জানিয়ে চিঠি পাঠানো হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। উত্তরবঙ্গের আইজি জাভেদ শামিম জানিয়েছেন, আইন মেনেই পদক্ষেপ করা হবে।

গত সোমবার মংপুতেও মোর্চার পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের দার্জিলিঙের পাহাড় কমিটির মুখপাত্র বিন্নি শর্মা এ দিন অভিযোগ করেন, “দার্জিলিং জুড়েই মোর্চার হামলা শুরু হয়েছে। মংপং, মংপু, বাদামতাম, বিজনবাড়ি, কাগে সহ দার্জিলিং সদর এলাকায় দলের কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছেন। অনেকে বাড়িতে থাকতে ভয় পাচ্ছেন। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পাহাড়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহলদারি করতে হবে, সে কথা আইজি-কে জানিয়েছি।”

অন্য বিষয়গুলি:

tmc supporter darjeeling morcha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE