নভেম্বরের মাঝামাঝি সময় থেকে রাজ্যে মিলতে পারে শীতের আমেজ। — ফাইল চিত্র।
উত্তর থেকে দক্ষিণ— রাজ্যের সর্বত্র আবহাওয়া মোটামুটি শুষ্ক। আপাতত ঝড়বৃষ্টির আর তেমন পূর্বাভাস নেই। রাজ্যবাসীর মনে প্রশ্ন এখন একটাই, কবে বঙ্গে মিলবে শীতের আমেজ? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শীতের আমেজের জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না রাজ্যবাসীকে। ১৫ নভেম্বর থেকে উত্তুরে হাওয়া বইতে শুরু করবে। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শীতের আমেজ মেলার সম্ভাবনা রয়েছে রাজ্যে। তবে আগামী পাঁচ দিন উত্তর বা দক্ষিণের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকায় থাকা ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। চলতি সপ্তাহের শেষে এই নিম্নচাপ তৈরি হলে নভেম্বরের মাঝামাঝি সময়ে তা কোন দিকে যায়, আপাতত সেদিকেই নজর থাকবে হাওয়া অফিসের। তাদের পূর্বাভাস, বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে ১৫ নভেম্বর থেকে রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হবে। তাই নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শীতের আমেজ পেতে পারেন বঙ্গবাসী।
আগামী সাত দিন রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দু’-একটি জেলার কিছু অংশে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হতে পারে। বেলা বাড়লে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী রবিবার, জগদ্ধাত্রী পুজোর নবমীতে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু’-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্র, শনি এবং রবিবার বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সোম থেকে বুধবার দার্জিলিং, কালিম্পঙের কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যের কোনও জেলাতেই সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy