Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Charas

ক্যুরিয়ারের মাধ্যমে হংকং-এ ২৫ লক্ষ টাকার চরস পাচার করতে গিয়ে ধৃত ৩

এনসিবি সূত্রে খবর, গত বুধবার  ১১ কেজি চরস আটক করা হয়। কুরিয়ার বক্স খুলতে দেখা যায়, তাতে চরস রয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকা।

ধৃত ত্রয়ী। —নিজস্ব চিত্র।

ধৃত ত্রয়ী। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০ ১৬:২৮
Share: Save:

হংকং-এ মাদক পাচারের আগেই নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র জালে ধরা পড়ল তিন পাচারকারী। ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রায় ১১ কেজি চরস পাচারের পরিকল্পনা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে, তদন্তে নামে এনসিবি-র অফিসারেরা। দমদম এলাকা থেকে গ্রেফতার করা হয় চক্রের মাথা রাজেন মিশ্রকে। তাকে জেরা করে পাকড়াও করা হয়ে অসীম রায় এবং বিশ্বনাথ দাসকে।

এনসিবি সূত্রে খবর, গত বুধবার ১১ কেজি চরস আটক করা হয়। কুরিয়ার বক্স খুলতে দেখা যায়, তাতে চরস রয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। বৃহস্পতিবার দমদম এবং দুর্গানগর এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতারের সময়েও চরস, সিরাপ এবং ওষুধ উদ্ধার হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় ওযুদের বৈধ নথিপত্র দেখাতে পারেনি অভিযুক্তরা।

এনসিবি-র অফিসারেরা মনে করছেন, ক্যুরিয়ারের মাধ্যমে তারা দীর্ঘ দিন ধরেই বিদেশে মাদক পাচার করত। এই চক্রে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে। মাদক চক্রের শিকড়় কত দূর ছড়িয়েছে, সে বিষয়ে তদন্তও চলছে। এই ঘটনায় আরও কয়েক জনের গ্রেফতার হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে এনসিবি সূত্রে খবর।

আরও পড়ুন: জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু কলকাতার প্রথম মহিলা ওসি-সহ তিন পুলিশকর্মীর​

আরও পড়ুন: আগামী সপ্তাহে চালু ইস্ট-ওয়েস্ট মেট্রোও

অন্য বিষয়গুলি:

Charas NCB
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE