Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
mystery death

নলি কাটা, রক্তে ভেসে গিয়েছে বাড়ির ছাদ! মুর্শিদাবাদে ছেলেকে দেখে আঁতকে উঠলেন বাবা

ঘনবসতিপূর্ণ এলাকায় নিজের বাড়িতে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে শমসেরগঞ্জ এলাকায়। কী ভাবে এই মৃত্যু, তদন্ত শুরু করেছে পুলিশ।

Young man found death in his own house in Murhidabad

নিজের বাড়ির ছাদে মিল ২৫ বছরের যুবকের রক্তাক্ত দেহ। এই ঘটনায় আতঙ্ক ছড়াল শমসেরগঞ্জের ধুলিয়ানে। —প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ মে ২০২৩ ১৮:৪৩
Share: Save:

দেহ ও মুণ্ড আলাদা হয়ে পড়ে রয়েছে দোতলা বাড়ির ছাদে। রক্তে ভেসে গিয়েছে পুরো জায়গাটি। নিজের বাড়িতে যুবকের গলাকাটা দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের শমসেরগঞ্জে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মোন্তাজ শেখ। ২৫ বছরের ওই যুবকের রহস্যমৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার শমসেরগঞ্জের ধুলিয়ান পুরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকায় একটি বাড়ি থেকে যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাঁকে স্থানীয় অনুপনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এর পর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

যুবকের পরিবার সূত্রে খবর, শুক্রবার বেলা পর্যন্ত মোন্তাজ দোতলার ঘর থেকে না বেরোনোয় তাঁকে ডাকতে যান যুবকের বাবা নুর সেলিম। কিন্তু উপরে উঠতে গিয়ে তিনি দেখেন ঘরের দরজার তালা। ছাদের চিলেকোঠার দরজাও ভাঙা। তিনি একছুটে ছাদে যান। তার পরেই চমকে ওঠেন। দেখেন ছেলে গলাকাটা অবস্থায় ছাদে পড়ে রয়েছেন। নুরের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। সবাই মিলে মোন্তাজকে নিয়ে যান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু তত ক্ষণে সব শেষ।

মৃতের বাবার কথায়, ‘‘সকালে বাসার উপরে গিয়ে দেখি দরজা ভাঙা। ছাদে উঠতে গিয়ে দেখি গলাকাটা অবস্থায় ছেলে পড়ে আছে। কারও সঙ্গে ওর শত্রুতা ছিল বলে জানি না।’’

এই ঘটনা প্রসঙ্গে জঙ্গিপুরের পুলিশ সুপার ভিজি সতীশ পশুমার্থী বলেন, ‘‘দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।’’ ঘনবসতিপূর্ণ এলাকায় নিজের বাড়িতে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

অন্য বিষয়গুলি:

mystery death Samserganj Crime News
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy