প্রতীকী ছবি
বিজেপির কিসান মোর্চায় রাজ্যের বিশেষ আমন্ত্রিত সদস্য হিসাবে নাম রয়েছে তৃণমূলের হাঁসখালি ব্লক কার্যকরী সভাপতি বিমল বিশ্বাসের। পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়ে বিমলবাবুর দাবি, “আমাকে রাজনৈতিক ভাবে কালিমালিপ্ত করার জন্যই এমনটা করেছে বিজেপি।” যদিও বিষয়টি নেহাতই ‘ভুল’ দাবি বিজেপি নেতাদের।
বিমল বিশ্বাস এক সময়ে বগুলা ১ গ্রাম পঞ্চায়েতের চার বারের কংগ্রেসের প্রধান ছিলেন। ২০১৪ সালে তিনি তৃণমূলে যোগ দেন এবং শিক্ষা সেলের হাঁসখালি ব্লক সভাপতি হন। কিন্তু দলে সে ভাবে গুরুত্ব না পেয়ে ২০১৯ সালে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেখানেও কার্যত একই অবস্থা হওয়ায় ওই বছরই তিনি আবার তৃণমূলে ফিরে আসেন। দলের তৎকালীন রানাঘাট সাংগঠনিক জেলা সভাপতি শঙ্কর সিংহ তাকে হাঁসখালি ব্লকের কার্যকরী সভাপতি করেন বলে বিমলবাবুর দাবি।
এখন আবার বিজেপির কৃষক সংগঠনে নাম ওঠার পরে বিমলবাবু বলছেন, “এটা একটা রাজনৈতিক চক্রান্ত।” তবে বিজেপির কিসান মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার বলেন, “উনি আমাদের দলে থাকার সময়ে ওই পদে ছিলেন। এ বারও কোনও ভাবে নামটা তালিকায় থেকে গিয়েছিল। তবে তা বাদ দিয়ে দেওয়া হয়েছে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy