—ফাইল চিত্র।
দেওয়াল লিখনকে কেন্দ্র করে শুরু হয়েছিল বচসা। সেই বচসা থেকে মারপিট, সংঘর্ষ বাধল শাসক দল তৃণমূল এবং কংগ্রেস কর্মীদের মধ্যে। মঙ্গলবার সকালে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ায় দু’পক্ষের গন্ডগোল গড়াল থানাপুলিশ পর্যন্ত।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হরিহরপাড়ার শংকরপুর গ্রামে ঘটনার সূত্রপাত। অভিযোগ, এলাকার কংগ্রেস কর্মী ইমাজুদ্দিন শেখের বাড়ির দেওয়ালে ‘সাইট ফর তৃণমূল’ লেখেন ধরমপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য বিলকিস বিবির স্বামী তথা তৃণমূল কর্মী আশরফ শেখ। সে সময় এলাকার আরও কয়েক জন তৃণমূল কর্মীও সেখানে ছিলেন। তবে শেখ নামের ইমাজুদ্দিন আপত্তি জানালে ঝামেলা শুরু হয়।
স্থানীয় সূত্রে খবর, ঘটনার জেরে সাতসকালে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি বাধে। তা থেকে মারপিট শুরু হয়। দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন আশরফ। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে ইমাজুদ্দিনকে আটক করেছে হরিহরপাড়ার পুলিশ।
কংগ্রেসের অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দেশিকা উপেক্ষা করে বাড়ির মালিকের অনুমতি ছাড়াই নির্বাচনী প্রচারের জন্য দেওয়াল লিখন শুরু করেছে তৃণমূল। তাতে বাধা দেওয়ায় গন্ডগোল শুরু হয়। অন্য দিকে, এক তৃণমূল কর্মীর দাবি, ইমাজুদ্দিনের বাবার মৌখিক অনুমতি নিয়েই দেওয়াল লিখন শুরু করা হয়েছিল। গোটা বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy