Advertisement
০৪ জানুয়ারি ২০২৫

এনআরসি তোপ সূর্যের

এ দিন কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে প্রকাশ্য সমাবেশে সূর্যকান্ত দাবি করেন, ‘‘বামপন্থীরা কোথাও এনআরসি হতে দেবে না। সবাইকে একজোট হয়ে লড়তে হবে।’’

সমাবেশে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। কৃষ্ণনগরে  শনিবার। ছবি: সুদীপ ভট্টাচার্য

সমাবেশে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। কৃষ্ণনগরে শনিবার। ছবি: সুদীপ ভট্টাচার্য

সম্রাট চন্দ 
শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯ ০১:৩১
Share: Save:

জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) থেকে যাদবপুর— বিভিন্ন ইস্যুতে প্রায় একই সুরে কথা বলছে তৃণমূল এবং সিপিএম। মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল এই দুই বিষয়ে যে অবস্থান নিয়েছেন, কার্যত তারই প্রতিধ্বনি শোনা গেল শনিবার সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের মুখে।

এ দিন কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে প্রকাশ্য সমাবেশে সূর্যকান্ত দাবি করেন, ‘‘বামপন্থীরা কোথাও এনআরসি হতে দেবে না। সবাইকে একজোট হয়ে লড়তে হবে।’’ পেশায় চিকিৎসক সূর্য বলেন, ‘‘রোগীর লক্ষণ দেখে বুঝতে হয়। সব লক্ষণ দেখে বোঝা যাচ্ছে, ওঁরা (বিজেপি নেতৃত্ব) এনআরসি চান। অসমে যে কাণ্ড ঘটিয়েছেন, তা পশ্চিমবঙ্গ এবং গোটা দেশে ঘটাতে চান।’’

যাদবপুরে বাবুল সুপ্রিয়ের যাওয়া প্রসঙ্গেও প্রায় মমতা প্রশাসনের ঢঙেই সূর্যের প্রশ্ন, ‘‘কেন উপাচার্যকে যেতে হবে তাঁকে রিসিভ করতে, যতই তিনি কেন্দ্রীয় মন্ত্রী হোন? এই সংস্কৃতি এই রাজ্যে ছিল না। রাজ্যপাল কেন্দ্রীয় প্রতিনিধি ঠিক আছে, কিন্তু আপনাকে কেন যেতে হবে?’’ তাঁর আক্ষেপ, ‘‘গত লোকসভা নির্বাচনের আগেই আমরা বলেছিলাম, দেশে ভয়ঙ্কর বিপদ চলছে, কিন্তু মানুষকে তা বোঝাতে পারিনি।’’

তবে বিজেপিকে আক্রমণের সঙ্গেই তৃণমূলের থেকে নিজেদের ফারাকটাও স্পষ্ট করার চেষ্টা চালিয়ে গিয়েছেন সিপিএমের পলিটবুরো সদস্য সূর্য। সদ্য দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন মমতা। তাঁর জন্মদিনে শুভেচ্ছাও জানিয়েছেন। সেই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকে সূর্যের কটাক্ষ, ‘‘কাউকে কুর্তা-ফুল দিয়ে বলতে হবে না, এনআরসি হবে না।’’

ঘটনাচক্রে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে যে চিঠি দিয়েছেন মমতা, সেটি এনআরসি নিয়েই। মোদীর সঙ্গেও তাঁর নানা বিষয়ে যে কথা হয়েছে, তার মধ্যে এনআরসি-ও ছিল মমতা জানিয়েছেন। তবে সূর্যের দাবি, ‘‘আপনি তো প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। পরে এসে বলছেন, এনআরসি নিয়ে কোনও কথা হয়নি। আপনি জিজ্ঞাসা করেছিলেন? বলতে লজ্জা করছে না, প্রধানমন্ত্রী আলোচনা করতে চাননি!’’ বাদকুল্লায় খুন হওয়া সিপিএম কর্মী বাবুলাল বিশ্বাসের স্ত্রী, পঞ্চায়েত সদস্য মৌসুমী মঞ্চে উপস্থিত ছিলেন। তাঁকে দেখিয়ে সূর্যকান্ত দাবি করেন, ‘‘মুখ্যমন্ত্রী বলেছিলেন, সব পঞ্চায়েত বিরোধীশূন্য করতে হবে। বাচ্চা মেয়েটার বুকের পাটা ছিল চ্যালেঞ্জের সামনে দাঁড়ানোর। তাই বাবুলালের উপরে রাগ।’’ পরে রাজীব কুমার প্রসঙ্গে সূর্য দাবি করেন, ‘‘আসলে ওঁর কাছে কাগজপত্র আছে, যা সামনে এলে উনি আর ভাইপো বিপদে পড়ে যাবেন, তাই উনি ছোটাছুটি করছেন।’’

অন্য বিষয়গুলি:

NRC CPM BJP TMC Surjya Kanta Mishra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy