Advertisement
০৫ জানুয়ারি ২০২৫
‘সভাধিপতি কাপে’র পরে
TMC

‘বিবেক’-এর আড়ালে মধুর জনসংযোগ

গত এক মাস ধরে নওদা ব্লক জুড়ে সভাধিপতি কাপ ফুটবল প্রতিযোগিতা হচ্ছে। সপার্ষদ সেই সব খেলার মাঠে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মণ্ডলকে (মধু)।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা 
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২১ ০১:৪২
Share: Save:

মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মণ্ডলকে (মধু) নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না। দলের পাশে থাকার বার্তা দিলেও দলের একাধিক কর্মসূচিতে তাঁকে দেখা যাচ্ছে না। উল্টে কখনও অরাজনৈতিক ব্যানারে চলা ফুটবল খেলার মাঠে তাঁকে দেখা যাচ্ছে, কিংবা নিজের স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিবেক’-এর আড়ালে জনসংযোগমূলক নানা কর্মসূচি নিচ্ছেন। যা দেখে দলের লোকজন বলছেন, অন্য দলে যোগ দেওয়ার আগে পায়ের তলার মাটি কতটা শক্ত তা পরখ করে নিতেই সভাধিপতি এসব করছেন। যদিও সভাধিপতি সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

গত এক মাস ধরে নওদা ব্লক জুড়ে সভাধিপতি কাপ ফুটবল প্রতিযোগিতা হচ্ছে। সপার্ষদ সেই সব খেলার মাঠে তাঁকে দেখা যাচ্ছে। আবার স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিবেকের’ সভাপতি রয়েছেন সভাধিপতি। সেই সংস্থা নওদা জুড়ে নানা কর্মসূচি নিচ্ছে। কখনও গরিব মানুষকে শীতবস্ত্র তুলে দিচ্ছে, কখনও বা খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। স্বামী বিবেকানন্দের জন্মদিনে ‘বিবেক’ এর পক্ষ থেকে নওদাজুড়ে গরিব লোকজনকে শীতবস্ত্র দান করা হয়েছে। বৃহস্পতিবারও তাঁরা একই কর্মসূচি নিয়েছেন। অন্যদিকে বৃহস্পতিবার রাতে নওদার পাটিকাবাড়ির চণ্ডিপুর এলাকায় আগুন লেগে একটি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনার খবর পেয়ে ওই স্বেচ্ছাসেবী সংস্থার লোকজন ওই বাড়িতে গিয়ে খাবার, পোশাক, ত্রিপল পৌঁছে দিয়েছেন।

জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান বলেন, ‘‘সভাধিপতি দলের কর্মসূচিতে অংশ না নিয়ে নিজের প্রচার করছেন, খেলাধুলা বা স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে নানা রকম কাজকর্ম করে জনসংযোগ করছেন। ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য নেতৃত্বকে জানিয়েছি।’’ আবু তাহের অভিযোগ, ‘‘দিন পনেরো আগে জেলার বৈঠকে উপস্থিত থেকে সভাধিপতি কথা দিয়েছিলেন মধুফ্যান ক্লাবের নামে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে যে সব পোস্টার রয়েছে তা খুলে মুখ্যমন্ত্রীর পোস্টার ব্যানার লাগাবেন। কিন্তু আজও মধু ফ্যান ক্লাবের ব্যানারে শুভেন্দুর ছবি জ্বল জ্বল করছে।’’

মধু বলেন, ‘‘সব কিছুর সঙ্গে রাজনীতি মেলানো উচিত নয়। আমি দলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করছি। আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।’’ সভাধিপতি বলেন, ‘‘সময় মতো দলের কর্মসূচিতে ডাক পেলেই যাচ্ছি। এছাড়া ওই স্বেচ্ছাসেবী সংস্থা অনেক আগে তৈরি হয়েছে।’’

অন্য বিষয়গুলি:

Inner conflict TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy