Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Attempt to Derailment

রেললাইনে ডিটোনেটর! হরিদ্বারে ট্রেন লাইনচ্যুত করানোর চেষ্টা, ছক বানচাল রেলপুলিশের, ধৃত এক

রেলপুলিশের পাশাপাশি হরিদ্বার পুলিশও ঘটনার তদন্তে নেমেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হয়। তার পরই এক সন্দেহভাজনকে গ্রেফতার করেন তদন্তকারীরা।

Rail Police foils conspiracy to blow up train, recovers detonators from railway track in Haridwar, one arrested

প্রতিনিধিত্বমূলক ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১১:২৭
Share: Save:

ট্রেন লাইনচ্যুত করানোর ছক বানছাল করল জিআরপি। শুধু তা-ই নয়, ষড়যন্ত্রকারী সন্দেহে এক জনকে গ্রেফতারও করেছে পুলিশ। রেললাইনের উপর পড়ে থাকা ডিটোনেটর উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, হরিদ্বারের একটি রেললাইনের উপর রাতের অন্ধকারে কেউ বা কারা ডিটোনেটর ফেলে রেখে যায়। স্থানীয়দের নজর পড়তেই খবর দেওয়া হয় রেলপুলিশকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলপুলিশের আধিকারিকেরা। রেললাইন থেকে ডিটোনেটর সরিয়ে দেওয়া হয়।

রেলপুলিশের পাশাপাশি হরিদ্বার পুলিশও ঘটনার তদন্তে নেমেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হয়। তার পরই এক সন্দেহভাজনকে গ্রেফতার করেন তদন্তকারীরা। তবে কেন লাইনের উপর ডিটোনেটর ফেলে রাখা হয়েছিল, সে সম্পর্কে এখনও কোনও ধারণা মেলেনি। ধৃত যুবক ছাড়াও অন্য কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এক তদন্তকারী অফিসার।

বিগত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটছে। কখনও গুজরাত, কখনও মধ্যপ্রদেশ, আবার কখনও উত্তরপ্রদেশে ট্রেন লাইনচ্যুত করানোর চেষ্টা করা হয়। রেললাইনের উপর গ্যাস সিলিন্ডার রেখে, কখনও সিমেন্টের ব্লক, কখনও লোহার পাত, কখনও মাটি ফেলে ট্রেন লাইনচ্যুত করানোর চেষ্টার ঘটনা প্রকাশ্যে এসেছে। কিছু ক্ষেত্রে চালকের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে, আবার অনেক সময় রেলকর্মীরাই রুখে দিয়েছেন লাইনচ্যুত করার চেষ্টা। সাম্প্রতিক সময়ে বার বার ট্রেন লাইনচ্যুত হওয়ায় রেলের যাত্রীসুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাম্প্রতিক কালে যে ভাবে একাধিক দূরপাল্লার ট্রেনে দুর্ঘটনা ঘটেছে, তাতে সেই প্রশ্ন আরও জোরালো হয়েছে।

অন্য বিষয়গুলি:

Train Derailment rail police arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE