Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Government Hospital

ধুঁকছে হৃদরোগের একমাত্র সরকারি হাসপাতাল

চিকিৎসকের অভাবে হাসপাতালে বন্ধ ওপেন হার্ট সার্জারি। শুধু চিকিৎসকই নয়, অন্যান্য স্বাস্থ্যকর্মীর পদেও নিয়োগ হয়নি।

আইসিইউর মেডিক্যাল অফিসার ও জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসারের প্রায় এক ডজন পদ শূন্য।

আইসিইউর মেডিক্যাল অফিসার ও জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসারের প্রায় এক ডজন পদ শূন্য। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ০৭:৩১
Share: Save:

একে একে অবসর নিচ্ছেন চিকিৎসকেরা। তৈরি হচ্ছে শূন্য পদ। অথচ সেই শূন্য পদে নিয়োগ হচ্ছে না। রাজ্যে হৃদরোগের একমাত্র সরকারি হাসপাতাল ধুঁকছেচিকিৎসকের অভাবে।

চিকিৎসকের অভাবে হাসপাতালে বন্ধ ওপেন হার্ট সার্জারি। শুধু চিকিৎসকই নয়, অন্যান্য স্বাস্থ্যকর্মীর পদেও নিয়োগ হয়নি। চিকিৎসা পরিষেবার জন্য হাসপাতালে কোটি কোটি টাকার যন্ত্রাংশ থাকলেও চিকিৎসকের অভাবে তা ব্যবহার করা যাচ্ছে না বলেও অভিযোগ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আইসিইউর মেডিক্যাল অফিসার ও জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসারের প্রায় এক ডজন পদ শূন্য। চলতি বছরে কয়েকজন চিকিৎসক অবসর নিয়েছেন। অথচ সেই শূন্য পদে নতুন করে চিকিৎসক নিয়োগ হয়নি। এছাড়াও কর্মী সংকট রয়েছে প্যাথলজিস্ট ও টেকনিশিয়ানের ক্ষেত্রেও। অন্যদিকে প্রায় দুই বছর আগে এই হাসপাতালে ২৪ শয্যার নতুন ইনটেনসিভ করনারি কেয়ার ইউনিট বা আইসিসিইউ চালু করার কথা থাকলেও, এখনও তা চালু করা হয়নি। হাসপাতাল সুপার আশিস মৈত্র বলেন, "সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আইসিইউতে পূর্ত দফতরের (বিদ্যুৎ) কিছু কাজ বাকি রয়েছে। ওই কাজ শেষ হলেই আইসিইউ চালু হবে।"

স্বাধীনতার পর কল্যাণীতে তৈরি হয় তিনশো শয্যার রাজ্যের একমাত্র সরকারি হৃদরোগের হাসপাতাল। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ এমনকি পূর্ব ভারতের একাংশের মানুষ একটা সময় নিখরচায় এখানে চিকিৎসা করাতে আসতেন। সময় যত গড়িয়েছে, ততই হাসপাতালের পরিকাঠামোর অবনতি হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ২০২১ সালের আগে চিকিৎসকের অভাবে বেশ কিছুদিন বন্ধ ছিল ওপেন হার্ট সার্জারি। ওই বছরের শেষে একজন কার্ডিও থোরাসিক চিকিৎসক দিয়ে কোনওমতে ওই সার্জারি বিভাগ চালু করে স্বাস্থ্য দফতর। কিন্তু সেই চিকিৎসকও ২০২৩ সালের জানুয়ারি মাসে অবসর নিয়েছেন। তারপর থেকেই হাসপাতালে বন্ধ ওপেনহার্ট সার্জারি।

যে সকল রোগীর ওপেন হার্ট সার্জারির প্রয়োজন, বাধ্য হয়ে তাঁদের কলকাতার কোনও সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছেন গান্ধী মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসকেরা। কিন্তু কেন মিলছে না এই পরিষেবা? হাসপাতালের সুপার বলেন, "স্বাস্থ্য ভবনকে চিকিৎসকের অভাবের কথা জানিয়েছি। দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা চলছে।"

অন্য বিষয়গুলি:

Hospital poor condition Kalyani
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy