পানাগড়ে ২৬০০ কোটি টাকা লগ্নি করে নতুন একটি ‘আইসো প্রোপাইল অ্যালকোহল’ কারখানা তৈরি করছে ম্যাটিক্স ফার্টিলাইজ়ার অ্যান্ড কেমিক্যালস। এই অ্যালকোহল মূলত ওষুধ ও বিভিন্ন প্রসাধনী পণ্য তৈরিতে কাঁচামাল হিসেবে কাজে লাগে।
বুধবার সংস্থার চেয়ারম্যান নিশান্ত কানোরিয়া জানান, আগামী দু’বছরের মধ্যে এই কারখানা থেকে উৎপাদন চালু হয়ে যাবে। মোট ২৬০০ কোটি টাকা লগ্নি করে সেখানে বার্ষিক ৫০,০০০ টন আইসো প্রোপাইল অ্যালকোহল তৈরি হবে। নিশান্তের দাবি, সার ক্ষেত্রের পাশাপাশি ম্যাটিক্স গোষ্ঠী বিভিন্ন ধরনের রাসায়নিক তৈরির ক্ষেত্রে প্রবেশ করার সিদ্ধান্ত আগেই নিয়েছিল। সেই পরিকল্পনার অঙ্গ নতুন এই কারখানা।
প্রসঙ্গত, পানাগড়ে ম্যাটিক্স ফার্টিলাইজ়ারের বর্তমান কারখানার মধ্যেই এই নতুন উৎপাদন কেন্দ্র গড়ে উঠবে। যথেষ্ট পরিমাণে কাঁচামাল পাওয়ার জন্যন ম্যাটিক্স একটি সংস্থার সঙ্গে চুক্তিও করে ফেলেছে বলে জানান নিশান্ত। শীঘ্রই শুরু হবে কারখানাটি তৈরির কাজ। সংস্থা কর্তৃপক্ষের দাবি, এখানে উৎপাদিত পণ্য দেশে ব্যবহারের পাশাপাশি, চিন, আমেরিকার মতো দেশেও রফতানি করার পরিকল্পনা রয়েছে।
এখন পানাগড়ে ইউরিয়া, ডায়মোনিয়াম ফসফেট, নাইট্রোজেন, পটাসিয়াম ও ফসফরাস তৈরি করে ম্যাটিক্স। সব রকম রাসায়নিক মিলিয়ে এই কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা ১৪.৭ লক্ষ টন। এখানে কয়েক দফায় বড় লগ্নি করেছে সংস্থা।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)