Advertisement
০৪ অক্টোবর ২০২৪
police

গাড়িতে সরকারি লোগোর অপব্যবহার রুখতে কড়া নজরদারি জঙ্গিপুরে

কেউ ব্যক্তিগত গাড়িতে সরকারি লোগো ব্যবহার করছেন কি না, তাও দেখা হচ্ছে খতিয়ে।

নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
জঙ্গিপুর শেষ আপডেট: ০৯ জুলাই ২০২১ ১৬:১৮
Share: Save:

ভুয়ো আইএএস-কাণ্ডের পর থেকেই নড়েচড়ে বসেছে প্রশাসন। সর্বত্র চলছে কড়া নজরদারি। সরকারি লোগো বা নীলবাতি লাগিয়ে বেআইনি ভাবে কেউ যাতায়াত করছে কি না, তা দেখতে সতর্ক থাকছে প্রশাসন। এই প্রশাসনিক সতর্কতা নজরে পড়েছে জঙ্গিপুরে

দেবাঞ্জন দেব গ্রেফতার হওয়ার পর থেকেই জঙ্গিপুর শহর পুলিশ সরকারি লোগো ব্যবহার বা নীলবাতি ব্যবহারের বিষয়ে নজরদারি শুরু করেছে। কেউ ব্যক্তিগত গাড়িতে সরকারি লোগো ব্যবহার করছেন কি না, তাও দেখা হচ্ছে খতিয়ে। সূত্রের খবর, এমন অভিযোগ মাঝে মধ্যেই নজরে পড়ে, যেখানে বলা হয় ব্যক্তিগত গাড়িতে ‘অন ডিউটি’ স্টিকার লাগিয়ে সে গাড়ি অন্য কাজে ব্যবহার করা হয়।

এই সব বিষয়ে কড়া নজরদারি চালাচ্ছে জঙ্গিপুর জেলা পুলিশ। রাস্তায় ‘অন ডিউটি’ গাড়ি কিংবা ‘নীলবাতি’ লাগানো গাড়ির পাশাপাশি সরকারি লোগো ব্যবহার করা সমস্ত গাড়ি দাঁড় করিয়ে বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হচ্ছে সন্দেহ হলেই। শুক্রবার সারাদিন ফরাক্কার নিউ ফরাক্কা ৩৪ নম্বর জাতীয় সড়কে চলেছে এই তল্লাশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE