Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
West Bengal Panchayat Election 2023

অধীরের হাত ধরে এ বার দলবদল বেলডাঙায়, ৩০০ তৃণমূল কর্মীর কংগ্রেসে যোগদানের দাবি

মঙ্গলবার বেলডাঙায় আয়োজিত জনসভায় লোকসভার কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উপস্থিতিতে প্রায় ৩০০ জন তৃণমূল কর্মী-সমর্থক দল বদলেছেন।

Over 300 TMC workers join Congress in Beldanga of Murshidabad in presence of WBPCC president Adhir Ranjan Chowdhury

বেলডাঙায় অধীরের সভায় দলবদল তৃণমূল কর্মীদের। নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৩ ১৯:৪৬
Share: Save:

পঞ্চায়েত ভোটের চার দিন আগেও মুর্শিদাবাদ জেলায় চলছে দলবদলের পালা! আর অধিকাংশ ক্ষেত্রেই শাসকদলের ‘ঘর’ ভেঙে যোগদানের ঘটনা ঘটছে কংগ্রেসে।

মঙ্গলবার বেলডাঙায় লোকসভার কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উপস্থিতিতে প্রায় ৩০০ জন তৃণমূল কর্মী-সমর্থক দল বদলালেন। অধীরের হাত থেকে পতাকা নিয়ে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে শামিল হলেন তাঁরা। রেজিনগরেও মঙ্গলবার যুব তৃণমূলের অঞ্চল সভাপতি সহ ২০০ জন তৃণমূল নেতা-কর্মী অধীরের হাত থেকে কংগ্রেসের পতাকা গ্রহণ করে দলে যোগদান করেন বলে দাবি।

বেলডাঙার মির্জাপুরের দক্ষিণপাড়া বাগান এলাকায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে আয়োজিত ওই জনসভায় রাজ্যের শাসকদলের কড়া সমালোচনা করেন অধীর। তাঁর দাবি, পঞ্চায়েত ভোটে মুর্শিদাবাদে ধরাশায়ী হবে তৃণমূল। প্রসঙ্গত, গত কয়েক মাসে কান্দি, সমশেরগঞ্জ, খড়গ্রাম, বড়ঞা-সহ বিভিন্ন এলাকায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানের ঘটনা দেখা গিয়েছে।

অন্য বিষয়গুলি:

West Bengal Panchayat Election 2023 WB Panchayat Election 2023 Panchayat Elction Panchayat Election 2023 Murshidabad Adhir Ranjan Chowdhury adhir chowdhury TMC Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy