নিজস্ব চিত্র
রবিবার সকালে মুর্শিদাবাদ জেলার ফরাক্কায় লকগেটের কাজ পরিদর্শন করলেন কেন্দ্রীয় জাহাজ বন্দর ও জল পরিবহণ মন্ত্রী, মনসুখ মাণ্ডবীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দেশের আন্তর্জাতিক জল পরিবহণপথ সুগম করতে কেন্দ্রের জলমার্গ- এর বরাদ্দ ৫,৪০০কোটি টাকায় বারাণসী থেকে হলদিয়া জলপথের বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে জোরকদমে। এই কাজ সম্পূর্ণহবে ২০২৩-এর ডিসেম্বরের মধ্যেই।ইতিমধ্যেই প্রায় ৫৬ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানালেন মনসুখ।
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, ‘‘বারাণসী থেকে হলদিয়া জলপথের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে।আর এর মাধ্যমে বাংলাদেশ-নেপাল-সহআন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা তৈরি হচ্ছে। বারাণসী ও সাহেবগঞ্জে কাজ সম্পূর্ণ হয়েছে। এ রাজ্যের হলদিয়াতেও আগামী দুই মাসের ভিতরেই সম্পূর্ণ হবে সমস্ত কাজ। ২০২১-এর ডিসেম্বরের মধ্যেই ফরাক্কা ব্যারেজের এই নেভিগেশন লকগেট, তাও সম্পূর্ণ হবে।’
তিনি মন্তব্য করেন, ‘‘সড়ক পরিবহণের যানজট এড়ানো এবং প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখতেই এই মিশন। জলপথ সুগম হলে ভারত থেকে বাংলাদেশ, নেপালে সিমেন্ট, বালি, পাথর, জাতীয় জিনিসপত্র পরিবহণ সহজ হবে।’’
আরও পড়ুন: দেশের থেকে বৃদ্ধিতে এগিয়ে রাজ্য, কেন্দ্রের তথ্য দিয়েই মোদী-শাহকে বিঁধলেন অমিত মিত্র
আরও পড়ুন: রেকর্ড গড়ে কলকাতা শীতলতম, দিঘা ১০.৭, ঠান্ডায় কাঁপছে দার্জিলিং
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy