বেড়াতে বেরিয়ে পথদুর্ঘটনায় মৃত্যু হল স্বামীর। গুরুতর আহত স্ত্রী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগরের লোকনাথপুর এলাকায় জাতীয় সড়কে। মৃতের নাম টোটন ঘোষ। তাঁদের বাড়ি নদিয়ার রানাঘাটে।
জানা গিয়েছে, শনিবার ছুটির দিন স্ত্রীকে নিয়ে মুর্শিদাবাদের হাজারদুয়ারি বেড়াতে বেরিয়েছিলেন টোটন। বাইক চালাচ্ছিলেন যুবক। পিছনের আসনে বসেছিলেন স্ত্রী। রেজিনগরে জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় বাইকটির সামনে আচমকা একটি লরি এসে পড়ে। লরির ধাক্কায় বাইক থেকে ছিটকে রাস্তায় গিয়ে পড়েন দম্পতি। দু’জনেই গুরুতর চোট পান। স্থানীয়েরা তাঁদের উদ্ধার করে বেলডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
কিন্তু তাঁদের শারীরিক অবস্থা দেখে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকেরা। সেখানে নিয়ে গেলে টোটনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। যুবকের স্ত্রীর চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থাও গুরুতর বলে খবর।
আরও পড়ুন:
ইতিমধ্যে ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাইকটিও উদ্ধার করা হয়েছে। পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়। এমন ঘটনায় শোকস্তব্ধ এলাকা।