নয় বছরের এক বালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক হোটেলমালিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার মায়াপুরে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে হুলোর ঘাট এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
গত ১৩ জানুয়ারি হাঁসখালির বাসিন্দা এক মহিলা সাংসারিক অশান্তির জেরে মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ছাড়েন। তিনি মেয়েকে নিয়ে ওঠেন মায়াপুরের হুলোর ঘাটের কাছে একটি হোটেলে। সেখানে তিন দিন ছিলেন। পুলিশ সূত্রের খবর, গত ১৫ জানুয়ারি হোটেল ছেড়ে আবার বাড়ি ফিরে যান ওই মহিলা।
অভিযোগ, বাড়ি ফেরার বেশ কিছু দিন পর বালিকা তার মাকে জানায়, হোটেল থেকে ফেরার দিন হোটেলমালিক তার হাত ধরে টানাটানি করে নিয়ে গিয়েছিলেন। ১০০ টাকা দিতে চান ওই হোটেলমালিক। কিন্তু সে ওই টাকা নেয়নি। পরে হোটেল থেকে কিছু ক্ষণের জন্য মা বাইরে বেরিয়ে গেলে সে কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল। অভিযোগ, সেই সময় হোটেলমালিক ঘরে ঢোকেন। কম্বল টেনে সরিয়ে নাবালিকার শ্লীলতাহানি করেন।
আরও পড়ুন:
‘নির্যাতিতা’র মায়ের অভিযোগ, সে দিন ভয়ে কিছু বলতে পারেনি মেয়ে। তিনি ঘটনার কথা শোনামাত্র পুলিশের দ্বারস্থ হন। অন্য দিকে, পুলিশ সূত্রের খবর, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। ঠিক কী ঘটেছিল, তদন্ত করে দেখা হচ্ছে।