Advertisement
১১ জানুয়ারি ২০২৫
Son kills Father

অণ্ডকোষে আঘাত করে বাবাকে খুন! ডোমকলে ‘মানসিক ভারসাম্যহীন’ ছেলে আটক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম নজরুল শেখ। বয়স ৬৩ বছর। বৃদ্ধকে শারীরিক আঘাত করে ছেলের টুটুল শেখ খুন করেন বলে অভিযোগ। টুটুলের পরিবার সূত্রে জানা গিয়েছে, নজরুল পেশায়

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ২১:৩০
Share: Save:

বাবার অণ্ডকোষে আঘাত করে তাঁকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত মানসিক ভাবে ভারসাম্যহীন ভাবে জানা গিয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের সাগরপাড়া এলাকায়। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম নজরুল শেখ। বয়স ৬৩ বছর। বৃদ্ধকে শারীরিক আঘাত করে ছেলে টুটুল শেখ খুন করেন বলে অভিযোগ। টুটুলের পরিবার সূত্রে জানা গিয়েছে, নজরুল পেশায় ব্যবসায়ী। ব্যবসার জন্য তিনি প্রায় সাড়ে আট হাজার টাকা রেখেছিলেন বাড়িতে। কিন্তু ‘মানসিক ভারসাম্যহীন’ ছেলে ওই টাকাগুলো ছিঁড়ে কুটিকুটি করে দেন। ঘরে ঢুকে ছেলের কাণ্ড দেখে তাঁকে খানিক বকাবকি করেন নজরুল। ছেলেও তাতে জবাব দেন।

অভিযোগ, রাগের চোটে ছেলের গায়ে হাত তোলেন নজরুল। পাল্টা টুটুলও বাবাকে মারধর করেন। বৃদ্ধকে ধাক্কা মেরে মাটিতে ফেলে তাঁর অণ্ডকোষ চেপে ধরেন তিনি। যন্ত্রনায় চিৎকার-চেঁচামেচি করেন বৃদ্ধ। চিৎকার শুনে অকুস্থলে ছুটে যান পরিবারের অন্যান্য সদস্য এবং প্রতিবেশীরা। কোনও রকমে টুটুলকে টেনে সরান তাঁরা। তার পর জখম নজরুলকে নিয়ে যাওয়া হয়েছিল সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের এক ভাইপো বলেন, ‘‘ভাই প্রায় সাড়ে আট হাজার টাকা ছিঁড়ে নষ্ট করেছে। তাই নিয়ে বচসার সময় জ্যাঠাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তাঁর অণ্ডকোষ ছিঁড়ে দিয়েছে ভাই।’’

ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযুক্ত যুবককে তারা আটক করে। পরিবারের দাবি, টুটুলকে কোনও মানসিক হাসপাতালে ভর্তি করানো হোক। ওঁর চিকিৎসার প্রয়োজন। অন্য দিকে, পুলিশ সূত্রে খবর, অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত-সহ পরিবারের সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অন্য বিষয়গুলি:

Son kills Father Crime News Murshidabad West Bengal Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy