Advertisement
২৪ ডিসেম্বর ২০২৪
Crops Theft karimpur

কাঁটাতারের ওপারে চাষিদের ফসল চুরির নালিশ

স্থানীয় বিএসএফ ক্যাম্পে বিষয়টি জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়েই এ দিন বিক্ষোভ দেখান সীমান্ত এলাকার চাষিরা।

দুষ্কৃতীদের ফসল চুরির প্রতিবাদে চাষিদের বিক্ষোভ।

দুষ্কৃতীদের ফসল চুরির প্রতিবাদে চাষিদের বিক্ষোভ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
 করিমপুর  শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৪ ০৮:৫৭
Share: Save:

কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয়দের জমিতে বাংলাদেশের দুষ্কৃতীদের ফসল চুরির অভিযোগ উঠল। তার প্রতিবাদে নদিয়ার হোগোলবেড়িয়ার নাসিরের পাড়া এলাকার কয়েকশো জন চাষি কাঁটাতারের গেটের সামনে প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ দেখালেন। বিএসএফ ক্যাম্পের দায়িত্বে থাকা পদাধিকারীরা চাষিদের আশ্বস্ত করলে তাঁরা বাড়ি ফিরে যান। তবে জমির ফসল চুরির প্রতিবাদে বুধবার সকাল থেকে সারা দিন ১২৫ নং গেট পেরিয়ে কোনও চাষি চাষের জমিতে যাননি।

ওই এলাকার প্রতিবাদী চাষিদের অভিযোগ, দীর্ঘ দিন ধরেই এই এলাকার চাষের জমির ফসল অল্পবিস্তর চুরি হয়ে আসছে। মাঝে বাংলাদেশি দুষ্কৃতীদের দ্বারা ওই ফসল চুরি কিছুটা কমলেও দিনপনেরো ধরে ফের ফসল চুরি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ। স্থানীয় বিএসএফ ক্যাম্পে বিষয়টি জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়েই এ দিন বিক্ষোভ দেখান সীমান্ত এলাকার চাষিরা।

হোগোলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান প্রকাশচন্দ্র মণ্ডল বলেন, ‘‘কাঁটাতারের বেড়ার ওপারে উদয় ক্যাম্প এলাকায় প্রায় তিন হাজার বিঘা জমি রয়েছে। ১২৫ নং গেট পেরিয়ে এলাকার শতাধিক চাষি ওই জমিতে চাষ করতে যান।’’

তাঁর দাবি, এক সময়ে বাংলাদেশি দুষ্কৃতীদের অত্যাচারে কোনও চাষ কাজ করা যেত না। তিনি বলেন, ‘‘ওই দুষ্কৃতীরা ফসল চুরি তো করতই, পাশাপাশি আমাদের এলাকার বেশ কয়েক জনকে খুনও করেছে। উপর মহলে বারবার আবেদন-নিদেবন করে মাঠের মধ্যে একটি ক্যাম্প হয়। কিন্তু তার পরেও দুষ্কৃতীরা মাথাভাঙা নদীর হাঁটু জল পেরিয়ে আমাদের ফসল কেটে ফের নদী পেরিয়ে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে।’’

অসীম মণ্ডল, নিত্যগোপাল বিশ্বাস-সহ শতাধিক চাষির অভিযোগ, জমি থেকে সরষে, গম ছাড়াও শীতের নানা ফসল বাংলাদেশের দুষ্কৃতীরা কেটে নিয়ে চলে যাচ্ছে। নাসিরের পাড়ার গ্রামের গ্রাম পঞ্চায়েতের তিন সদস্য অনিতা বিশ্বাস, বুদ্ধদেব মণ্ডল, পিঙ্কি প্রামাণিকে দাবি, ‘‘আমরা ফসল চুরির সমস্যার কথা বিএসএফ-সহ সাংসদকেও জানিয়েছি। কবে যে রেহাই মিলবে, জানি না।’’

মুর্শিদাবাদ লোকসভা সাংসদ আবু তাহের খান কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় চাষিদের ফসল চুরি সম্পর্কে তিনি বলেন, ‘‘ওই এলাকার চাষিরা আমায় সমস্যার কথা জানিয়েছেন। বিষয়টি নিয়ে আমি বিএসএফের উচ্চ আধিকারিক-সহ স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কথা বলব।’’

কাঁটাতারের বেড়ার ওপারে বাংলাদেশের দুষ্কৃতীদের ফসল চুরির বিষয়ে বিএসএফের গোয়েন্দা বিভাগের এক উচ্চ পদাধিকারী মহেন্দ্র পুষ্প বলেন, ‘‘বাংলাদেশিরা ফসল চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা গ্রামের মানুষেরা আমাদের বিষয়টি জানিয়েছেন। তাঁরা চাষের জমিতেও যাননি। বিষয়টি গুরুত্ব দিয়ে আজ থেকেই ওই এলাকায় বাড়তি জওয়ান মোতায়ন করা হয়েছে।’’

অন্য বিষয়গুলি:

Karimpur India Bangladesh Border
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy