Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Nimtita Blast

নিমতিতার পর এ বার ফরাক্কার রেল স্টেশনে উদ্ধার বিস্ফোরক

গত ১৭ ফেব্রুয়ারি রাতের নিমতিতা স্টেশনের বিস্ফোরণের রেশ কাটেনি এখনও।

স্টশনে উদ্ধার হওয়া বোমা।

স্টশনে উদ্ধার হওয়া বোমা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ফরাক্কা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২১ ০১:৩৭
Share: Save:

ফের বিস্ফোরক উদ্ধার প্ল্যাটফর্ম থেকে। এ বারও ঘটনাস্থল সেই মুর্শিদাবাদ। ঠিক ৯ দিন আগে এই মুর্শিদাবাদেরই নিমতিতায় বোমা ফেটে গুরুতর জখম হয়েছিলেন রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেন। শুক্রবার দুপুরে সেই মুর্শিদাবাদেই ফের বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।


শুক্রবার মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের সাকোপাড়া রেল স্টেশনের কাছে ওই বোমা উদ্ধার হয়। বস্তায় মোড়া কৌটোবোমাটি প্রথম রেললাইনে পড়ে থাকতে দেখেন রেলের শ্রমিকরা। সাকোপাড়া রেলস্টেশনের ১ এবং ২ নম্বর প্লাটফর্মের মাঝামাঝি রেললাইনের উপর বোমাটিকে পড়ে থাকতে দেখেন তাঁরা। সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেওয়া হয়। পরে রেল পুলিশ এবং ফরাক্কা পুলিশ এসে বোমাটি নিস্ক্রিয় করার ব্যবস্থা করে।


গত ১৭ ফেব্রুয়ারি রাতের নিমতিতা স্টেশনের বিস্ফোরণের রেশ কাটেনি এখনও। জাকির ছাড়াও ওই বিস্ফোরণে জখম হয়েছিলেন ২৬ জন। তার ন’দিনের মাথায় মুর্শিদাবাদে ফের বোমা উদ্ধার হওয়ার ঘটনায় তাই আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। বার বার এ ভাবে রেলস্টেশন থেকেই বোমা উদ্ধার হওয়ায় প্রশ্ন উঠেছে স্টেশন চত্বরের নিরাপত্তা নিয়েও। ঠিক একমাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এ ধরনের ঘটনা তাই ভাবাচ্ছে প্রশাসনকে। উদ্ধারের ঘটনায় পুলিশ প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE