পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, আত্মীয়রাও এখন বাড়িতে আসতে চাইছেন না। অনেকেই আবার স্ত্রী সন্তানকে পাঠিয়ে দিচ্ছেন শ্বশুরবাড়িতে। মঙ্গলবার সকালে রাহুল শেখ নামের বছর ত্রিশের যুবকের ডেঙ্গিতে মৃত্যুর পরে আতঙ্ক গ্রাস করেছে গোটা ইসলামপুর বাজারে এলাকাকে। বিশেষ করে ইসলামপুর বাজারে এলাকার নেতাজি পার্ক, নসিয়ত পাড়ায় ডেঙ্গি এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে, সাধারণ জীবন যাপন লাটে ওঠার জোগাড়। প্রায় বাড়িতেই দিনের বেলাতেও জ্বলছে মশা তাড়ানোর ধূপ। সাধারণ মানুষ পঞ্চায়েত থেকে প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলছেন এই পরিস্থিতিতে। যদিও ঠিক উল্টো দাবি পঞ্চায়েত থেকে প্রশাসনের। তাদের অভিযোগ সাধারণ মানুষকে কোনও ভাবেই সচেতন করা যাচ্ছে না। যে এলাকা পরিষ্কার করা হচ্ছে পরের দিন সেখানেই আবার ডাবের খোলা থেকে দইয়ের ভাঁড়ের মতো জল জমার যাবতীয় উপকরণ ফেলা হচ্ছে।