ইসলামপুরে ডেঙ্গিতে মৃতের শোকার্ত পরিবার। ছবি : সাফিউল্লা ইসলাম।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, আত্মীয়রাও এখন বাড়িতে আসতে চাইছেন না। অনেকেই আবার স্ত্রী সন্তানকে পাঠিয়ে দিচ্ছেন শ্বশুরবাড়িতে। মঙ্গলবার সকালে রাহুল শেখ নামের বছর ত্রিশের যুবকের ডেঙ্গিতে মৃত্যুর পরে আতঙ্ক গ্রাস করেছে গোটা ইসলামপুর বাজারে এলাকাকে। বিশেষ করে ইসলামপুর বাজারে এলাকার নেতাজি পার্ক, নসিয়ত পাড়ায় ডেঙ্গি এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে, সাধারণ জীবন যাপন লাটে ওঠার জোগাড়। প্রায় বাড়িতেই দিনের বেলাতেও জ্বলছে মশা তাড়ানোর ধূপ। সাধারণ মানুষ পঞ্চায়েত থেকে প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলছেন এই পরিস্থিতিতে। যদিও ঠিক উল্টো দাবি পঞ্চায়েত থেকে প্রশাসনের। তাদের অভিযোগ সাধারণ মানুষকে কোনও ভাবেই সচেতন করা যাচ্ছে না। যে এলাকা পরিষ্কার করা হচ্ছে পরের দিন সেখানেই আবার ডাবের খোলা থেকে দইয়ের ভাঁড়ের মতো জল জমার যাবতীয় উপকরণ ফেলা হচ্ছে।
প্রায় মাস খানেক ধরে লাগাম ছাড়া ভাবে ইসলামপুর এলাকায় বেড়ে চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এর আগেও নেতাজি পার্কের এক যুবকের মৃত্যু হয়েছিল ডেঙ্গিতে। পরে আরও এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল প্রশাসনের তরফে। আর মঙ্গলবার সকালে মৃত্যু হল নসিয়ৎ পাড়ার তর তাজা যুবক রাহুল শেখের। রাহুলের কাকা ইসব আলি বলেন, ‘‘আমাদের এলাকায় ডেঙ্গি এখন প্রায় মহামারির রূপ নিয়েছে। প্রশাসন তিন জনের মৃত্যুর কথা বললেও ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের দু’টি সংসদে প্রায় সাত জনের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে। অথচ প্রশাসন থেকে পঞ্চায়েতের কোনও রকম হেলদোল নেই। মশা তাড়ানোর বা মারার জন্য যে কর্মকাণ্ড দরকার তাও হয়নি এই এলাকায়।’’
ওই এলাকার বাসিন্দা ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপ-প্রধান সেলিম রেজার স্ত্রীর ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য। তাঁর অভিযোগ, ‘‘খুব দুঃখজনক হলেও এমন একটা আতঙ্কের মধ্যেও পঞ্চায়েত বা প্রশাসনের তেমন কোনও হেলদোল নেই।’’
খোদ খোদ ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের হাসিনা নসরাৎ বেগমও দিন কয়েক আগে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। তাঁর দাবি, ‘‘অল্প সংখ্যক পঞ্চায়েত কর্মী নিয়েই রীতিমতো যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে আমাদের। স্থানীয় মানুষজনকে সতর্ক হতেই হবে।’’
রানিনগর এক ব্লকের বিএমওএইচ হাসানুল হাসিন বলেন, ‘‘এ পর্যন্ত প্রায় ৩০০ জন আক্রান্ত হয়েছেন ইসলামপুর এলাকায় ডেঙ্গিতে। তিন জনের মৃত্যু হয়েছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy