সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
দল থেকে দূরে সরে যাওয়া লোকজনের সঙ্গে ফের যোগাযোগ করবে সিপিএম। রবিবার দুপুরে বহরমপুরে দলের জেলা কমিটির বৈঠকে এসে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘‘আমাদের কর্মসূচিতে মানুষের ঢল নামছে। এখন অনেক মানুষ আমাদের সঙ্গে আসতে চাইছেন। যাঁরা অতীতে আমাদের সঙ্গে ছিলেন। তাঁদের সঙ্গে নানা কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আগামী এক মাস ধরে এই সব নড়ে যাওয়া, সরে যাওয়া, দূরে চলে যাওয়া মানুষের সঙ্গে যোগাযোগ করব।’’ তিনি জানান, জেলার নেতারা অঞ্চলের নেতারা, শাখার নেতারা তাঁদের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন। কাদের সঙ্গে তাঁরা সংযোগ স্থাপন করবেন তা স্পষ্ট করে দিয়েছেন সেলিম। তাঁর কথায়, ‘‘যাঁরা শত্রুপক্ষে যোগ দেননি, যাঁরা শিরদাঁড়া বিক্রি করেননি, যাঁরা আমাদের কর্মীদের উপর হামলা করেননি, মানুষের উপর অত্যাচার করেননি এবং সামাজিক গ্রহণ যোগ্যতা রয়েছে, সেই সব মানুষের কাছে আমরা যাব।’’
কংগ্রেসের সঙ্গে জোট করে কী পঞ্চায়েতে লড়াই করবেন? এই প্রশ্নের উত্তরে সেলিম বলেন, ‘‘সিপিএম ভোটকে কেন্দ্র করে লড়ে না। লড়াইয়ের মাঝে যখন ভোট আসে তখন কীভাবে লড়াই করব তার সিদ্ধান্ত নেওয়া হয়। আগে ভোট আসুক।’’ তবে তিনি জানান, যাঁরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়তে চান, যাঁরা বিক্রি হননি, যাঁরা বিক্রি হবেন না, তাঁদের সংগঠিত করছি। আমাদের দলের গণসংগঠন, বামপন্থী দল রয়েছে, তাঁদের জড়ো করছি। বামফ্রন্টের বাইরে যাঁরা বামপন্থী দল রয়েছে, তাঁদের জড়ো করা চেষ্টা করব। তৃণমূল বিজেপিকে তাড়াতে মানুষ এককাট্টা হবে।
গরু পাচার ইস্যুতে রাজ্য ও কেন্দ্রের শাসকদলকে নিশানা করেছেন সেলিম। তাঁর অভিযোগ, ‘‘গরু পাচার আন্তর্জাতিক পাচার চক্র। দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রক, রাজ্যের স্বরাস্ট্র দফতর, পুলিশ, বিএসএফের একটা অংশ এই পাচার চক্রে রয়েছে। আর এখানকার বিএসএফ তামাসা করে। একটা লোক জামাই বাড়িতে যাবে সেখানে গুলি চালাচ্ছে, সীমান্তের গ্রামে অত্যাচার করছে।’’ তাঁর প্রশ্ন, ‘‘উত্তর ভারত থেকে গরু আসে। দিল্লি, পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশ, এ রাজ্যের পুলিশ, বিএসএফ আছে। তার পরে গরু কী করে পাচার হয়?’’ এর পরেই তিনি বলেন, ‘‘বিজেপি আর তৃণমূল নেক্সাস তৈরি করেছে। সেখানে পুলিশরা সাহায্য করেছে। এনামুলের পিছনে রাজ্যের তৃণমূলের নেতা থেকে দিল্লির বিজেপির নেতৃত্ব যুক্ত রয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা চাই সিবিআই সকলের বিরুদ্ধেই তদন্ত করুক। তৃণমূল বিজেপি এমনকি আমাদের বিরুদ্ধেও তদন্ত করুক।’’
সিআইডি তৎপরতা প্রসঙ্গে সেলিম বলেন, ‘‘সিআইডি তৎপর হলে আদালত কি ইডি সিবিআইকে ডাকত? আমরা ইডি সিবিআইয়ের কথা বলতাম?’’
সেলিমের বক্তব্যের প্রসহ্গে বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান বলেন, ‘‘দলের এক জনও দুর্নীতি করেনি এমন বলছি না। যে দু’একজন দুর্নীতি করেছে তারা কেউ রেহাই পাবে না। আমাদের দল ও সরকার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।’’ তাঁর অভিযোগ, ‘‘সিবিআই এবং ইডিকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তৃণমূলের বিরুদ্ধে লাগানো হয়েছে এটা সকলের কাছেই পরিষ্কার।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy