Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Death in Police Custody

নবগ্রাম থানার ভিতরে বন্দির ‘রহস্যমৃত্যু’ মামলার তদন্তভার নিল সিআইডি

গত শুক্রবার রাতে মুর্শিদাবাদের নবগ্রাম থানার ভিতরে গোবিন্দ ঘোষ নামে এক বন্দির মৃত্যু হয়। পরিবারের অভিযোগ তাঁকে খুন করা হয়েছে। পুলিশ দাবি করেছে, আত্মহত্যা করেন ২৮ বছরের ওই যুবক।

CID will investigate the case where a convict died in Nabagram Police station

গ্রাফিক: শৌভিক দেবনাথ

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৩ ১৯:১৪
Share: Save:

মুর্শিদাবাদের নবগ্রামে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর তদন্তভার গেল রাজ্য পুলিশের সিআইডি-র হাতে। সোমবার নবদ্বীপ থানার ‘সিল’ করা সেল ঘুরে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দল। তার পর বুধবার বন্দির মৃত্যু মামলা সিআইডি-র হাতে গেল।

মঙ্গলবার মানবাধিকার কমিশনের একটি দলও থানা আসে। পাশাপাশি, মৃত গোবিন্দের পরিবারের সঙ্গেও দেখা করে তারা। অন্য দিকে, সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টে যাওয়ার কথা ভাবছেন গোবিন্দের বাবা।

শুক্রবার রাতে থানার শৌচাগারে গোবিন্দের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। চুরির অভিযোগে গ্রেফতার করা ২৮ বছরের যুবককে পুলিশই পিটিয়ে মেরে ফেলেছে বলে অভিযোগ করে পরিবার। ঘটনায় থানার ওসি এবং তদন্তকারী অফিসার (আইও)-কে সাসপেন্ড করা হয়। রবিবার তাঁদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন মৃতের বাবা ষষ্ঠী ঘোষ। যদিও পুলিশ দাবি করে যে, গোবিন্দ আত্মহত্যা করেছেন। এ নিয়ে চাপানউতর অব্যাহত। এই ঘটনায় মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রীকে চিঠিও দেন প্রদেশ কংগ্রেস সভাপতি, বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী।

গোবিন্দের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় জনতা। এমনকি, মৃতের রাজনৈতিক পরিচয় নিয়েও বিতর্ক শুরু হয়। মৃতের পরিবারের দাবি, নির্দোষ গোবিন্দকে বেআইনি ভাবে আটকে রেখে যথেচ্ছ অত্যাচার করে মেরে ফেলেছে পুলিশ। সোমবার ফরেন্সিক বিশেষজ্ঞ চিত্রাক্ষর সরকারের নেতৃত্বে দুই সদস্যের একটি দল নবগ্রাম থানায় পৌঁছয়। ‘সিল’ করা সেল খুলে বেশ কিছু নমুনা সংগ্রহ করেন বিশেষজ্ঞেরা।

অন্য বিষয়গুলি:

Death in Police Custody Nabagram police station CID Murshidabad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy