ত্রিস্তর পঞ্চায়েতে রাজস্ব আদায়ে ফাঁকি রুখতে নতুন পোর্টাল আনছে রাজ্য সরকার। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত তিনটি স্তরেই হাতে লেখা রশিদ দেওয়ার দিন শেষ হতে চলেছে পুরোপুরি। সেই জন্য চালু করা হচ্ছে একটি নতুন পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে আর্থিক লেনদেনের পাশাপাশি বিভিন্ন বিষয়ে অনুমতি নেওয়ার বিষয়টিও সংযুক্ত করা হচ্ছে। নতুন এই প্রযুক্তি মারফত পঞ্চায়েতের আয় ব্যয় ব্যবস্থার উপর কড়া নজরদারি চালু করতে চাইছেন নবান্ন। ১ এপ্রিল থেকে এই নিয়মে কাজ করতে হবে পঞ্চায়েতের সর্বস্তরকে। ‘ইউনিফায়েড অ্যাকাউন্টিং সফ্টওয়্যার’ –এর সাহায্যে ‘সহজ সরল’ নামে একটি পোর্টাল চালু হচ্ছে।
এত দিন গ্রাম পঞ্চায়েত স্তরে আর্থিক লেনদেনের হিসাব রাখতে গ্রাম পঞ্চায়েতের ম্যানেজমেন্ট সিস্টেম (জিপিএমএস) পোর্টালের ব্যবহার করা হত। জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে ব্যবহার করা হত ‘আইএফএমএস সরল পোর্টাল’। কিন্তু এ বার এই নতুন পোর্টালটি চালু হয়ে গেলে তিনটি স্তরেই ‘সহজ সরল’ পোর্টাল মারফত যাবতীয় আর্থিক লেনদেনের কাজকর্ম হবে। পঞ্চায়েত দফতর থেকে রাজ্যের সমস্ত জেলার জেলাশাসকদের এই সংক্রান্ত বিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। পঞ্চায়েত দফতরের একটি সূত্র জানাচ্ছে, পঞ্চায়েতের তিনটি স্তরে প্রচুর পরিমাণে নগদ টাকার লেনদেন হয়। জমি, বাড়ি, স্থাবর সম্পত্তি, নদীর ঘাট, মাঠ এবং বিভিন্ন বিষয়ে দরপত্র সংক্রান্ত বহু অর্থ জমা পড়ে জেলা স্তরে। পাশাপাশি উন্নয়নমূলক কাজের পাশাপাশি বহু সমাজ কল্যাণমূলক কাজেও অর্থ ব্যয় করতে হয় ত্রিস্তর পঞ্চায়েতকে। এ বার থেকে তারা সহজ সরল পোর্টালের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই ধরনের কাজ করতে পারবে। যার ফলে হাতে লেখা রশিদের বদলে লেনদেনের যাবতীয় রশিদ পাওয়া যাবে অনলাইনে।
আরও পড়ুন:
পঞ্চায়েত দফতরের এক আধিকারিকের কথায়, ‘‘ত্রিস্তর পঞ্চায়েতে নগদ লেনদেনের ক্ষেত্রে রাজস্বের বহু ক্ষতি হয় রাজ্য সরকারের। এর ফলে যেমন দুর্নীতি করার সুযোগ থাকে, তেমনি রাজ্য সরকারের কোষাগারেও ঠিকঠাক পরিমাণে রাজস্ব জমা পড়ে না। তাই অনেক বিচার-বিশ্লেষণ ও বিবেচনা করেই এই নতুন পোর্টালটি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ নতুন এই পদ্ধতির মাধ্যমে পঞ্চায়েতের সব পর্যায়ে কেন্দ্রীয়ভাবে নজরদারি চালানোও সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
রাজস্ব আদায়ের ক্ষেত্রে ত্রিস্তর পঞ্চায়েতে অন্যান্য বিষয়ও নতুন এই পোর্টালের যুক্ত করা হচ্ছে বলেই নবান্ন সূত্রে খবর। অনলাইন ব্যবসার জন্য লাইসেন্স, পঞ্চায়েতের পর্যটন, দরপত্র আহ্বানের মতো বিষয়গুলি এ বার থেকে এই নয়া পোর্টালের মাধ্যমে করা হবে। নতুন এই পোর্টালটি চালু হয়ে গেলে তারপর আর মাত্র ৭ দিন পুরনো পদ্ধতিতে কাজ করা যাবে। ত্রিস্তর পঞ্চায়েতের সবাই যাতে এই বিষয়ে দ্রুত সড়গড় হয়, সেই বিষয়ে জেলাশাসকদের পদক্ষেপ করতে বলা হয়েছে বলেই পঞ্চায়েত দফতরের একটি সূত্র জানাচ্ছে।