Advertisement
০২ নভেম্বর ২০২৪
Mukul Roy

আগাম জামিন মুকুলের

লাভপুরে তিন ভাইকে খুনের মামলায় কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিন পেলেন বিজেপি নেতা মুকুল রায়।

মুকুল রায়।—ফাইল চিত্র

মুকুল রায়।—ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা 
কলকাতা শেষ আপডেট: ১২ মার্চ ২০২০ ০১:৫৬
Share: Save:

লাভপুরে তিন ভাইকে খুনের মামলায় কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিন পেলেন বিজেপি নেতা মুকুল রায়। বুধবার বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে ওই জামিন মঞ্জুর করেছে। মুকুলের আইনজীবী শুভাশিস দাশগুপ্ত জানান, শর্ত হল, চার সপ্তাহের মধ্যে সিউড়ি আদালতে হাজির হয়ে ‘বন্ড’ জমা দিয়ে মুকুলকে আগাম জামিন নিতে হবে। লাভপুর, বোলপুর ও শান্তিনিকেতন থানা এলাকায় তিনি ঢুকতে পারবেন না। হাইকোর্টের পাবলিক প্রসিকিউটর শাশ্বতগোপাল মুখোপাধ্যায় জানান, ২০১০ সালে লাভপুরে সিপিএম সমর্থক তিন ভাই খুন হন। পরের দিন লাভপুর থানায় মনিরুল ইসলাম, তাঁর ভাই এবং আরও ২০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। ২০১৪ সালে ওই মামলায় পুলিশ মনিরুল-সহ ২২ জনের নাম বাদ দিয়ে বোলপুর আদালতে চার্জশিট জমা দেয়। ওই চার্জশিটে মুকুল রায়ের নাম ছিল না। শাশ্বতগোপাল জানান, লাভপুর থানার তদন্তে অসন্তুষ্ট হয় নিহতদের পরিবার সিউড়ি আদালতে আরও তদন্তের আর্জি জানিয়ে মামলা করেন। সেই মামলা খারিজ করে দেয় সিউড়ি আদালত। তার জেরে হাইকোর্টে মামলা করে নিহতদের পরিবার। গত বছর ৩ সেপ্টেম্বর হাইকোর্ট পুলিশকে আরও তদন্ত করার নির্দেশ দেয়। হাইকোর্টের নির্দেশে তদন্ত করে ২ ডিসেম্বর নিম্ন আদালতে মুকুল রায়ের নাম যোগ করে অতিরিক্ত চার্জশিট পেশ করে পুলিশ। গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন মুকুল।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE