টুইট করে বস্ত্র শিল্পে জিএসটি বৃদ্ধি নিয়ে মোদী সরকারকে আক্রমণ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। ফাইল চিত্র।
আগামী বছর পয়লা জানুয়ারি থেকে বস্ত্রশিল্পে জিএসটি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার বিরোধিতা করে রবিবার একটি টুইট করেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। এই সিদ্ধান্ত কার্যকর হলে দেশের প্রায় দেড় কোটি মানুষ কর্মচ্যুত হবেন বলে দাবি করেছেন তিনি। সঙ্গে এক লক্ষ উৎপাদন ইউনিট বন্ধ হবে বলেও জানিয়েছেন তিনি। অমিত লিখেছেন, ‘মোদি সরকার ১ জানুয়ারি আরেকটি ভুল পদক্ষেপ করবে। বস্ত্রশিল্পের ওপর জিএসটিবাড়িয়ে পাঁচ শতাংশ থেকে ১২ শতাংশ করা হচ্ছে। ফলেদেড় কোটি মানুষের চাকরি চলে যাবে এবং একলক্ষ ইউনিট বন্ধ হয়ে যাবে। মোদীজি, এখনই একটি জিএসটি কাউন্সিলের সভা ডাকুন এবং লক্ষ লক্ষ সাধারণ মানুষের মাথায় এই ঘাতক তরবারি পড়ার আগে সিদ্ধান্ত বদলে দিন।’
Modi Govt will commit another BLUNDER on Jan 1st. By raising GST on Textiles,5% to 12%, 15 MILLION JOBS WILL BE LOST & 1 lakh units will CLOSE. Modi ji, CALL a GST COUNCIL MEETING NOW & REVERSE DECISION before SWORD OF DAMOCLES FALLS ON HEADS OF MILLIONS OF COMMON PEOPLE.
— Dr Amit Mitra (@DrAmitMitra) December 26, 2021
অমিতের টুইটের জবাব দিয়েছে রাজ্য বিজেপি। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘আমাদের দেশের বস্ত্রশিল্পে গত দু’বছরে ৩০০ শতাংশ বৃদ্ধি হয়েছে। সেই কারণে ভারত সরকার একটু বেশি গুরুত্ব দিচ্ছেন এই বস্ত্রশিল্পের ওপর।’’ তিনি আরও বলেন, ‘‘জিএসটি বাড়িয়ে যেমন ১২ শতাংশ করা হয়েছে, তেমনই তাঁরা যে কাঁচামাল কেনেন, তার থেকে জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে। যাতে গোটা ব্যবস্থার মধ্যেই একটা ভারসাম্য থাকে। এর ফলে এই শিল্প উজ্জীবিত হবে। বৃদ্ধি হবে, কোথাওকেউ অনাহারে থাকবে না। কারও চাকরি যাবে না। কোনও কারখানার দরজায় তালা পড়বে না।’’ এরপরেই প্রাক্তন অর্থমন্ত্রীকে আক্রমণের সুরে শমীক বলেন, ‘‘আসলে অমিতবাবু মেঘের আড়াল থেকে তির ছুড়ে দেন। তাঁর নেতৃত্বেই পশ্চিমবঙ্গ একটি দেউলিয়া রাজ্যে পরিণত হয়েছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy