নিরাপত্তা বন্দোবস্ত খতিয়ে দেখতে মহড়া চলল গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কোনও ফাঁক বা গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়।
মহড়ার অঙ্গ হিসাবে শিপ বিল্ডার্স চত্বর থেকে দ্রুত বার করে আনা হয় কর্মীদের। আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় কী ভাবে কাজ করা হবে, তার মহড়়াও চলে।
তবে মহড়ার বিষয়ে আগাম কিছু জানানো হয়নি। তাই দ্রুত কর্মীদের এলাকা খালি করে দিতে বলায় অনেকেই হামলা হতে পারে বলে আশঙ্কা করেন। যদিও কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কিছু বলা হয়নি। পরে কর্তৃপক্ষ জানায়, যে কোনও পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুতি যথাযথ রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই মহড়া।
উল্লেখ্য, গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে নৌবাহিনীর বহু রণতরী এবং যুদ্ধজাহাজ তৈরি হয়। তাই সর্বদাই আঁটসাঁট নিরাপত্তা থাকে সেখানে।