Advertisement
১৩ নভেম্বর ২০২৪
Ramkrishna mission

রামকৃষ্ণ মিশনের ১২৫ বর্ষ পূর্তিতে বিবেক রথযাত্রা

মিশনের ঝাড়গ্রাম শাখার সম্পাদক স্বামী বেদপুরুষানন্দ ও সহ সম্পাদক স্বামী অলোকেশানন্দ জানান, এদিন রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা হল।

ঝাড়গ্রামের রাস্তায় বিবেক রথ। রবিবার। নিজস্ব চিত্র

ঝাড়গ্রামের রাস্তায় বিবেক রথ। রবিবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ ০৯:৫৭
Share: Save:

রামকৃষ্ণ মিশনের ১২৫ বর্ষ পূর্তি উপলক্ষে রবিবার ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে বিবেক রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা হল।

এদিন মিশন চত্বর থেকে রথযাত্রার সূচনা করেন জেলাশাসক সুনীল আগরওয়াল। ছিলেন ঝাড়গ্রাম রাজ কলেজের অধ্যক্ষ দেবনারায়ণ রায়, জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক শক্তিভূষণ গঙ্গোপাধ্যায়, সেবাভারতী মহাবিদ্যালয়ের ভূগোলের বিভাগীয় প্রধান প্রণব সাহু প্রমুখ। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি-সহ সুসজ্জিত রথটি শহরের একলব্য মোড়ে স্বামীজির মূর্তির পাদদেশ পর্যন্ত যায়। মিশন পরিচালিত একলব্য স্কুলের ছাত্রছাত্রীরা শোভাযাত্রায় পা মেলায়। ছিলেন আদিবাসী লোকশিল্পীরাও।

মিশনের ঝাড়গ্রাম শাখার সম্পাদক স্বামী বেদপুরুষানন্দ ও সহ সম্পাদক স্বামী অলোকেশানন্দ জানান, এদিন রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা হল। আজ সোমবার থেকে জেলার আটটি ব্লকের দেড়শোটি জনপদ ছুঁয়ে মোট এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ২০ ডিসেম্বর রথ মিশনের ঝাড়গ্রাম শাখার প্রাঙ্গণে ফিরবে। তাঁরা বলছেন, এই ন’দিনে রথ যে সব এলাকায় যাবে, সেখানকার জনসাধারণকে শোভাযাত্রায় যোগ দেওয়ার অনুরোধ করা হচ্ছে। মিশন সূত্রে জানা গিয়েছে, জেলার চন্দ্রী, চিচিড়া, চিল্কিগড়, কাপগাড়ি, গিধনি, দহিজুড়ি, লালগড়, রামগড়, বেলাটিকরি, বিনপুর, এড়গদা, শিলদা, ওদলচুয়া, বাঁশপাহাড়ি, বেলপাহাড়ি, নেদাবহড়া, লোধাশুলি, গোয়ালমারা, বেলিয়াবেড়া, রান্টুয়া, ছাতিনাশোল, শাসড়া, সাতমা, হাতিবাড়ি, গোপীবল্লভপুর, চাঁদাবিলা, বালিগেড়িয়া, খড়িকা, ধুমসাই, গোহালডিহা, নয়াগ্রাম, রগড়া, রোহিণী, কেশিয়াপাতা, কুলটিকরি, লাউদহ, গুপ্তমণি, সরডিহা, রাধানগর এলাকা ছুঁয়ে যাবে বিবেক রথ।

আদিবাসী উন্নয়ন ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের অধীনে থাকা ঝাড়গ্রাম একলব্য আদর্শ আবাসিক স্কুলের দায়িত্বভার নেওয়ার সূত্রেই মিশনের ঝাড়গ্রাম শাখার সূচনা। ২০১৬ সালে ঝাড়গ্রামের সরকারি একলব্য আদর্শ আবাসিক স্কুলটির পরিচালন ভার রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিশনের তত্ত্বাবধানে গত ছ’বছরে খোলনলচে বদলে গিয়েছে আদিবাসী স্কুলটির। ২০১৭ সালের অগস্টে রামকৃষ্ণ মিশনের ঝাড়গ্রাম শাখা ‘রামকৃষ্ণ মিশন আশ্রম’-এর পথচলা শুরু হয়। একলব্য স্কুলের পাশে পাঁচ একর জমি মিশনকে দান করেছে রাজ্য সরকার। সেখানেই তৈরি হয়েছে বেলুড় রামকৃষ্ণ মঠ-মিশনের শাখা এবং মিশনের মন্দির ও সন্ন্যাসী আবাসন।

অন্য বিষয়গুলি:

Ramkrishna mission Ratha Yatra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE