Advertisement
০৫ জানুয়ারি ২০২৫
West Bengal Panchayat Election 2023

‘লাল বোমা’ কি আরও মারাত্মক! উদ্ধার কাঁথির বসন্তিয়ায়, ঝুপড়ি থেকে হাতেনাতে পাকড়াও দুই

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বেলার দিকে গ্রামবাসীদের কয়েক জন দেখতে পান দুই অপরিচিত যুবক এলাকায় ঘোরাঘুরি করছে। তাঁদের পাকড়াও করে পাওয়া যায় বোমার খোঁজ।

Two miscreants arrested from Contai with bombs

উদ্ধার হওয়া লাল রঙের বোমা। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ জুন ২০২৩ ১৬:০৩
Share: Save:

পঞ্চায়েত ভোটের মুখে বোমা বানাতে গিয়ে হাতেনাতে পাকড়াও হলেন দুই দুষ্কৃতী। রবিবার এমনই অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি-২ ব্লকের চালতি গ্রাম পঞ্চায়েতের বসন্তিয়া এলাকায়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, গ্রামের মাঠের পাশে একটি পরিত্যক্ত বাড়ির ভিতরে বোমা বানাচ্ছিলেন দুই দুষ্কৃতী। গ্রামবাসীরা ওই দু’জনকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন। এ নিয়ে বিজেপি কাঠগড়ায় তুলেছে তৃণমূলকে। শাসকদল এর পিছনে বিজেপি এবং তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীর ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বেলার দিকে গ্রামবাসীদের কয়েক জন দেখতে পান দুই অপরিচিত যুবক এলাকায় ঘোরাঘুরি করছেন। তাঁদের পিছু ধাওয়া করে গ্রামেরই ফাঁকা মাঠের পাশে থাকা একটি পরিত্যক্ত বাড়িতে যান গ্রামবাসীদের একাংশ। তাঁদের দাবি, সেখানে তৈরি করা হচ্ছে বোমা। এর পর তাঁরা ওই দুই দুষ্কৃতীকে ধরে মারধর করে তুলে দেন কাঁথি থানার পুলিশের হাতে। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু বোমা উদ্ধার করেছে। বেশ কিছু বোমা লাল সুতলি দিয়ে তৈরি। এমন জিনিস যে বোমা হতে পারে তা ধারণা করতে পারছেন না গ্রামের অনেকেই।

ধৃতদের মধ্যে এক জনের নাম শঙ্কর প্রধান। তিনি সংবাদমাধ্যমের সামনে বলেন, ‘‘আমি কাঁথির দারুয়া-২ ওয়ার্ডের বাসিন্দা। পঞ্চায়েত নির্বাচনের জন্য বোমা বানাতে আমাকে নিয়ে আসা হয়েছে। আমি সব মিলিয়ে ২১৬টি বোমা তৈরি করেছি। আমাকে ২ হাজার টাকার বিনিময়ে বোমা বানানোর জন্য চুক্তি করা হয়েছিল। এখনও পর্যন্ত ২০০ টাকা হাতে পেয়েছি। সেইসঙ্গে দু’টি বিস্কুটের প্যাকেটও দেওয়া হয়েছে। রাজনৈতিক দলের নির্দেশেই আমি বোমা তৈরির কাজ করছিলাম।’’

Two miscreants arrested from Contai with bombs

দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। — নিজস্ব চিত্র।

খবর পেয়ে এলাকায় হাজির হন পাশের চালতি গ্রাম পঞ্চায়েতের সদ্য প্রাক্তন তৃণমূল প্রধান তপনকুমার সামন্ত। তাঁর দাবি, ‘‘বিজেপি, সিপিএম এবং বিক্ষুব্ধ তৃণমূল জোট বেঁধে নির্দল প্রার্থী নিয়ে লড়াই করছে আমাদের প্রার্থীর বিরুদ্ধে। এরা ভোটের সময় এলাকার দখল নিতেই ষড়যন্ত্র করছিল। গ্রামবাসীরা অভিযুক্তদের পাকড়াও করেছে।’’

বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পণ্ডিত অবশ্য বলেন, ‘‘এর আগে ভূপতিনগরে বোমা বিস্ফোরণ ঘটেছে তৃণমূল নেতার বাড়িতে। খেজুরিতেও তৃণমূল নেতার বাড়ি বোমায় উড়ে গিয়েছিল। এগরায় শাসকদলের মদতে তৈরি অবৈধ বোমা কারখানা বিস্ফোরণে একাধিক মানুষের মৃত্যুর ঘটনার স্মৃতি এখনও টাটকা। এ বার সামনের পঞ্চায়েত ভোটে এলাকায় উত্তেজনা তৈরির উদ্দেশ্যে এখানে বোমা তৈরি হচ্ছিল। দুষ্কৃতীদের হাতেনাতে পাকড়াও করতেই এর সঙ্গে বিজেপিকে জুড়ে দেওয়ার চেষ্টা চলছে।’’

অন্য বিষয়গুলি:

bomb police arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy