Advertisement
২২ জানুয়ারি ২০২৫

গ্রিভান্স সেলের দুই ছবি দুই জেলায়

সোমবার বিপরীত এই দুই ছবি দেখা গিয়েছে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে।

পুকুরিয়ায় গ্রিভান্স সেল। নিজস্ব চিত্র

পুকুরিয়ায় গ্রিভান্স সেল। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৯ ০০:০১
Share: Save:

জঙ্গলমহলের দুই জেলা। একেবারে পাশাপাশি। মানুষের অভাব-অভিযোগ শুনতে এক জেলায় জেলাশাসক-সহ গোটা ‘গ্রিভান্স সেল’ গেল গ্রামে। আরেক জেলায় জেলাশাসকের দফতরে সেল বন্ধ থাকায় ঘুরে গেলেন অনেকেই।

সোমবার বিপরীত এই দুই ছবি দেখা গিয়েছে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে।

এ দিন জেলা গ্রিভান্স সেল কয়েক ঘণ্টার জন্য গিয়েছিল ঝাড়গ্রামের সাপধরা পঞ্চায়েতের ঢোলকাট পুকুরিয়া হাইস্কুল প্রাঙ্গণে। সেখানে হাজির থেকে জেলাশাসক আয়েষা রানি নিজে শুনেছেন মানুষের অভাব-অভিযোগের কথা। দুপুর একটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সাপধরা পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের সমস্যা, দাবি-দাওয়া শোনেন জেলাশাসক। প্রত্যেক বাসিন্দার নাম, ঠিকানা-সহ অভিযোগ লিপিবদ্ধ করা হয়। জেলাশাসকের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) কৌশিক পাল, মহকুমাশাসক (সদর) সুবর্ণ রায় সহ জেলা ও ঝাড়গ্রাম ব্লক প্রশাসনের আধিকারিকরা। কয়েকদিন আগেই জেলা শাসকের উদ্যোগে শুরু হয়েছে আপনার সাথে প্রশাসন কর্মসূচি। এবার জেলা অভিযোগ সেল-কে এলাকায় নিয়ে গিয়ে মানুষের সমস্যার কথা শুনলেন জেলাশাসক।

এ দিকে, এ দিন মেদিনীপুরের কালেক্টরটে জেলাশাসকের কার্যালয়ে মানুষের অভাব অভিযোগ জানার জন্য খোলা গ্রিভান্স সেল বন্ধ ছিল। প্রতি সোমবার জেলা প্রশাসনের আধিকারিকেরা এখানে বসে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজনের অভাব-অভিযোগ শোনেন, প্রয়োজনীয় পরামর্শ দেন, পদক্ষেপও নেওয়া হয়। তবে এ দিন সেই সেল বন্ধ থাকায় বহু মানুষ নিজেদের সমস্যার কথা জানাতে এসে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে ঘুরে যান। এ প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমল বলেন, ‘‘পুজোর ছুটির পরে খড়্গপুরে উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার কথা থাকায় আগের থেকেই এই সোমবার জন অভিযোগ সেল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।’’ খড়্গপুর বিধানসভার উপ-নির্বাচনের পরে ফের প্রতি সোমবার জেলাশাসকের কার্যালয়ে এই সেল খোলা থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

অন্য বিষয়গুলি:

Midnapore Jhargram Grievance Cell
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy