Advertisement
০২ নভেম্বর ২০২৪
হুমকি ফোনের তদন্ত

আইনজীবীর কাছে আইও

শ্রীনু খুনের মামলার সরকারি আইনজীবীর কাছে হুমকি ফোনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার সরকারি আইনজীবী সৈয়দ নাজিম হাবিবের অফিসে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন মামলার তদন্তকারী অফিসার (আইও)।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৭ ০০:০৪
Share: Save:

শ্রীনু খুনের মামলার সরকারি আইনজীবীর কাছে হুমকি ফোনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার সরকারি আইনজীবী সৈয়দ নাজিম হাবিবের অফিসে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন মামলার তদন্তকারী অফিসার (আইও)। কয়েকটি বিষয় সম্পর্কে জানতে চান। তদন্তকারী অফিসার ঠিক কি কি জানতে চেয়েছেন, সে ব্যাপারে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি সৈয়দ নাজিম হাবিব। তাঁর কথায়, “আমি এ ব্যাপারে কিছু বলব না।”

শ্রীনু নায়ডু খুনের মামলার সরকারি আইনজীবী সৈয়দ নাজিম হাবিবের কাছে প্রথম হুমকি ফোন আসে রবিবার। সৈয়দ নাজিম হাবিবের অভিযোগ, রবিবার রাতে তাঁর স্ত্রীর মোবাইলে ফোন করে কেউ বলে, ‘শ্রীনু খুনে ধৃতদের বিরুদ্ধে সওয়াল করলে ফল ভাল হবে না। এই ফোনের কথা পুলিশকে জানালে ‘ফল আরও খারাপ হবে’ বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। পরে ফোন কেটে দেন স্ত্রী। রবিবার রাতের পর সোমবার বিকেলে ফের তাঁর স্ত্রীর মোবাইলে ফোন করে হুমকি দেওয়া হয়। রবিবার রাতে কেন তিনি ফোন কেটে দিয়েছিলেন, সোমবার বিকেলে ফোন করে সেই কৈফিয়তই চাওয়া হয়। রবিবার রাতের ঘটনার পরই মেদিনীপুর কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সরকারি আইনজীবী।

হুমকি ফোন আসার বিষয়টি সোমবার লিখিত ভাবে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক জগদীশপ্রসাদ মিনাকে জানান সরকারি আইনজীবী।

হুমকি ফোনের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মেদিনীপুরের আইনজীবীরাও। ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন দ্রুত এই বিষয়টির কিনারা করার দাবি জানিয়েছে। আপাতত, আগামী সাত দিন শ্রীনু হত্যা মামলার অভিযুক্তদের হয়ে কোনও আইনজীবী সওয়াল করবেন না বলেও সিদ্ধান্ত নিয়েছে। পুলিশের এক সূত্রে খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই হুমকি ফোন এ জেলা থেকে করা হয়নি। তদন্তের স্বার্থে এখনই ওই জেলার নাম সামনে আনছে না পুলিশ।

অন্য বিষয়গুলি:

Srinu Naidu Threat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE