প্রতীকী ছবি।
সরকারি সহায়ক মূল্যে চাষিদের কাছ থেকে চলছে ধান কেনা। সেই স্থায়ী ধান ক্রয় কেন্দ্রের পরিকাঠামো নিয়ে কোলাঘাটের চাষিরা অসন্তোষ প্রকাশ করছেন। অভিযোগ, জাতীয় সড়কের পাশে প্রাণের ঝুঁকি নিয়ে চলছে ধান কেনা। বারবার আবেদন জানানো সত্ত্বেও খাদ্য দফতর কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নে কোনও পদক্ষেপ করেনি বলে দাবি চাষিদের।
কৃষকদের থেকে সহায়ক মূল্যে ধান কেনার জন্য জেলার প্রতিটি ব্লকে একটি করে স্থায়ী ধান ক্রয় কেন্দ্র রয়েছে। যে সব ব্লকে কিসান মাণ্ডি রয়েছে, সেখানে অবশ্য মাণ্ডিতেই কেনা হয় ধান। বছর পাঁচেক আগে কোলাঘাট ব্লকের কৃষকদের থেকে সহায়ক মূল্যে ধান কেনার জন্য পদমপুরে ৬ নম্বর জাতীয় সড়কের পাশে বড়দাবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের একটি ছোট্ট ঘরকে স্থায়ী ধান ক্রয় কেন্দ্র হিসাবে বেছে নেয় ব্লক প্রশাসন।
সহায়ক মূল্যে ধান বিক্রি করার জন্য কৃষকদের প্রথমে ওই ধানক্রয় কেন্দ্রে এসে তাঁদের নাম নথিভুক্ত করতে হয়। এরপর একটি নির্দিষ্ট দিনে কৃষকদের ধান নিয়ে আসতে হয় ক্রয় কেন্দ্রে। সেখানে ধানের গুণগত মান যাচাই হওয়ার পর অর্ধেক কিলোমিটার দূরে দেউলবাড়ে ধান মিলে গিয়ে ধান ওজন করে বিক্রি করেন কৃষকেরা। মিল মালিকের দেওয়া বিক্রয় স্লিপ কৃষকদের স্থায়ী ধান ক্রয় কেন্দ্রে জমা দিতে হয়। কোলাঘাট ব্লক এলাকার কৃষকদের অভিযোগ, স্থায়ী ধান ক্রয় কেন্দ্রটি খুবই ছোট। কৃষকদের বসার জায়গা নেই। নেই কোনও পানীয় জলের সংস্থান। ধানক্রয় কেন্দ্রে পাশে রয়েছে একটি আবর্জনার স্তূপ। সেখান থেকে অনবরত পচা জিনিসের দুর্গন্ধ ছড়ায়। নাকে কাপড় চাপা দিয়ে কৃষকদের লাইন দিতে হয় ধানক্রয় কেন্দ্রে। এখানেই শেষ নয়, কৃষকদের অভিযোগ, ধান বিক্রি করতে আসার সময় জাতীয় সড়কের গা ঘেঁষে লাইন দিয়ে দাঁড়িয়ে যায় ধান বোঝাই গাড়ি, মেশিন ভ্যান। ধানের গুণগত মান যাচাইয়ের সময় কৃষকেরা জাতীয় সড়কের ওপরে সার দিয়ে দাঁড়ানো গাড়ির পাশে গিয়ে ভিড় করেন। এর ফলে যে কোনও সময় দুর্ঘটনার ঘটতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকদের একাংশ।
ধান ক্রয় কেন্দ্রটির পরিকাঠামোগত উন্নতির জন্য এর আগে একাধিকবার প্রশাসনিক স্তরে অভিযোগ জানিয়েছে কৃষক সংগ্রাম পরিষদ। অভিযোগ, পেয়ে বছর দু’য়েক আগে মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমাদার কেন্দ্রটি পরিদর্শনে আসেন। এত কিছুর পরও কোলাঘাট ব্লকের ওই ধান ক্রয় কেন্দ্রটির পরিকাঠামোগত উন্নতির ব্যাপারে খাদ্য দফতর কোনও পদক্ষেপ করেনি বলে বলে অভিযোগ।
কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক বলেন, ‘‘কোলাঘাট ব্লকের স্থায়ী ধান ক্রয় কেন্দ্রটির পরিকাঠামো একাবারে বেহাল। এর আগে একাধিক বার প্রশাসনের নজরে বিষয়টি আনা হলেও প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি।’’ এ বিষয়ে কোলাঘাটের বিডিও মদন মণ্ডল বলেন, ‘‘এই সংক্রান্ত কোনও অভিযোগ আমার কাছে আসেনি। এলে বিষয়টি খতিয়ে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy