হুঁশিয়ারি: ভোট বয়কটের দাবি। নিজস্ব চিত্র।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহে আদিবাসী মিউজিয়াম এবং আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের অনুমোদন দেওয়া না দেওয়া হলে আগামী বিধানসভায় ‘আদিবাসী ভোট নয়’—পোস্টার সেঁটে এমনই দাবি তুলল ভারত জাকাত মাঝি পারগানা মহল।
রবিবার ঘাটাল ব্লকের খড়ার পুর এলাকায় ওই পোস্টার দেওয়া হয়। ভারত জাকাত মাঝি পারগানা মহলের দাবি, বীরসিংহে আদিবাসী সংস্কৃতি কেন্দ্র গড়ে তুলতে হবে। সেখানে একটি আদিবাসী মিউজিয়াম কেন্দ্রও গড়তে হবে। আদিবাসী সমাজের বিভিন্ন উন্নয়নের দাবির সঙ্গে এই দাবিটিও অবশ্য বহু দিনের পুরনো। প্রশাসনকে বারবার জানানো হলেও সুরাহা হয়নি হয়নি বলে অভিযোগ।
ভারত জাকাত মাঝি পারগানা মহলের জেলা সহ-সভাপতি মনোরঞ্জন মুর্মু বলেন, “ঘাটাল মহকুমায় ৩০ হাজার আদিবাসীর বাস। বীরসিংহে আদিবাসী সংস্কৃতি কেন্দ্র ও মিউজিয়াম গড়ার দাবি পুরনো। এগুলির অনুমোদন দেওয়া হয়নি। তাই ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে।” মহকুমা প্রশাসনের এক সূত্রের অবশ্য খবর, আদিবাসী সমাজের উন্নয়নের দাবি নিয়ে প্রশাসনের কাছে ওই সংগঠন নানা সময়ে দাবি জানিয়েছে। তবে এর আগে ওই সংগঠনের তরফে এমন দাবি জানানো হয়নি। প্রশাসনের এক পদস্থ আধিকারিক বলেন, “বীরসিংহ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করেছেন। উন্নয়ন পর্ষদ গড়া হয়েছে। উন্নয়নের কাজ চলছে। কারও কিছু দাবি থাকতেই পারে। কিন্তু সে কথা তো প্রশাসনকে জানাতে হবে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy