Advertisement
০২ নভেম্বর ২০২৪

শিশুমিত্রে জেলার সেরা পিংলার স্কুল

পশ্চিম মেদিনীপুর জেলার সেরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হিসাবে ‘শিশুমিত্র পুরস্কার-২০১৬’ পাচ্ছে পিংলার সাহরদা কালীপদ বিদ্যাপীঠ। ১৫ ডিসেম্বর কলকাতার টাউনহলে এই পুরস্কার বিতরণ হবে। পাওয়া যাবে স্মারক ও ২৫ হাজার টাকা।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৬ ০০:৪২
Share: Save:

পশ্চিম মেদিনীপুর জেলার সেরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হিসাবে ‘শিশুমিত্র পুরস্কার-২০১৬’ পাচ্ছে পিংলার সাহরদা কালীপদ বিদ্যাপীঠ। ১৫ ডিসেম্বর কলকাতার টাউনহলে এই পুরস্কার বিতরণ হবে। পাওয়া যাবে স্মারক ও ২৫ হাজার টাকা। ইতিমধ্যেই স্কুলের হাতে ওই অনুষ্ঠানের যোগ দেওয়ার চিঠি এসেছে।

প্রতিবছর জেলা থেকে একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়কে এই পুরস্কার দেওয়া হয়। শেষ পাঁচ বছরে পরীক্ষার ফল, গ্রন্থাগার, গবেষণাগার, শৌচাগার, মিড-ডে মিল, বাগান-সহ মোট ১৬টি বিষয় বিচার করে পুরস্কার প্রাপ্রকের নাম নির্ধারিত হ। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত পিংলার এই স্কুটি আগে নির্মল বিদ্যালয় পুরস্কারও পেয়েছে। কালীপদ বিদ্যাপীঠ ১,৮১১জন পড়ুয়ার মধ্যে ৬০০ জন আবাসিক। স্কুলের পরিকাঠামো বেশ উন্নত। রয়েছে সাজানো বাগান ও বিশাল বড় অ্যাকোয়ারিয়াম। গত কয়েক বছর ধরেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে এই বিদ্যালয়ের ফলও রীতিমতো ভাল।

বিদ্যালয় কর্তৃপক্ষই শিশুমিত্র পুরস্কারের জন্য আবেদন করেছিলেন। সেই মতো নভেম্বরের প্রথম সপ্তাহে স্কুল পরিদর্শনে আসে রাজ্যের এক প্রতিনিধিদল। তারপর শুক্রবার স্কুলের হাতে এসেছে পুরস্কারের চিঠি। রাজ্যের ২১টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে পুরস্কার প্রাপকের তালিকায় রয়েছে পিংলার এই স্কুল। প্রধান শিক্ষক অজিত সামন্ত বলেন, “স্কুলের এই সাফল্যের পিছনে সব শিক্ষক, ছাত্র, শিক্ষাকর্মীদের অনেক পরিশ্রম রয়েছে।’’

অন্য বিষয়গুলি:

Pingla Shishu Mitra Puraskar First
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE