পুর বোর্ডের দায়িত্ব নেওয়ার পর প্রশান্ত রায়।
ঝাড়গ্রামে প্রশাসনিক সভা করতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রশ্ন করেছিলেন, ‘‘চলে যাবেন না তো?’’ শুক্রবার সেই প্রশান্ত রায়কে ঝাড়গ্রাম পুরসভার প্রশাসনিক বোর্ডের নতুন চেয়ারপার্সন নিযুক্ত করা হল। এ দিন তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেন, পুরসভার বিদায়ী প্রশাসক তথা মহকুমা শাসক সুবর্ণ রায়।
ঝাড়গ্রাম পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রশান্ত শহর তৃণমূল সভাপতির পদে রয়েছেন। পেশায় আইনজীবী প্রশান্ত পুরসভার প্রশাসক বোর্ডের সদস্যও ছিলেন। গত ৭ অক্টোবর মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে এসেছিলেন। সেদিন প্রশান্ত স্থানীয় কিছু সমস্যার কথা বলার পরে এই প্রশ্ন করেছিলেন তিনি। জবাবে মমতাকে প্রশান্ত বলেছিলেন, ‘‘আমি মাননীয়া মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই কাজ করব।’’
২০১৮ সালে ঝাড়গ্রাম পুরবোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর আর ভোট হয়নি। ঝাড়গ্রাম (সদর) মহকুমা শাসক সুবর্ণকে পুর প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। অভিযোগ, এর ফলে পুরসভার দৈনন্দিন কাজে কিছু অসুবিধা দেখা দিয়েছিল। এ দিন প্রশাসক বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয় কল্লোল তফাদারকে। প্রসঙ্গত, ২০১৩ সালে তৃণমূল ঝাড়গ্রাম পুরসভার ক্ষমতায় আসার পরে প্রশান্তর নাম উঠে এসেছিল পুরপ্রধান হিসেবে। কিন্তু সে সময় চেয়ারম্যান করা হয়েছিল দুর্গেশ মল্লদেবকে।
আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার উরি সেক্টরে ফের পাক হামলা, নিহত ৩ জওয়ান-সহ ৬
দায়িত্ব নেওয়ার পরে পুরকর্মীদের উদ্দেশে প্রশান্ত এ দিন বলেন, ‘‘২০১৩ সালে ডিসেম্বর মাসে বলেছিলাম, এই পুরসভা হবে জনগণের। পুরকর্মীদের কাছে অনুরোধ করছি, আমরা যত দিন আছি সেই ক'দিন মানুষ যেন বলতে পারে, এই পৌরসভা আমাদের। মুখ্যমন্ত্রী আমাকে ওয়াচ ডগ হিসেবে পাঠিয়েছেন। আমি সেই কাজই করব।’’
আরও পড়ুন: রাওলিংয়ের হ্যারি পটার উপন্যাসের সলাজারের সাপ মিলল অরুণাচলে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy