নবজীবন: বিয়ের পর তিনকন্যে। নিজস্ব চিত্র
পম্পা বর, প্রতিমা সাউ এবং সোমা বিন্দি। আশ্রমই তাঁদের ঘরবাড়ি। পাউশি অন্তদায় সম্প্রদায়ের তিন কন্যাই অনাথ আশ্রমে ছোট থেকে দারিদ্রের সঙ্গে লড়াই করে বেড়ে উঠেছে। রবিবার রাতে ধুমধাম করে তাঁদের বিয়ে হয়ে গেল। বিয়ে দিলেন আশ্রমে তাঁদের পালক পিতা বলরাম করণ। মাস ছয়েক ধরে গ্রামের লোকজন ও নানা সহৃদয় মানুষদের কাছে সাহায্য চেয়ে এঁদের বিয়ের ব্যবস্থা করা হয়। সানাই, আলোর রোশনাই, পাতপেড়ে খাওয়া সবই ছিল। বিয়েতে এলাকার বিধায়ক অর্ধেন্দু মাইতি। তিন মেয়ের বিয়ে হওয়ায় খুশি বলরামবাবু। হবেন নাই-বা কেন ? তিন মেয়েই যোগ্য স্বামী পেয়েছে। পম্পার স্বামী দেবদুলাল জানা ছবি আঁকেন। তিনি সারপাই গ্রামের স্বাস্থ্যকর্মী। প্রতিমার বিয়ে হল হলদিয়ার গোবিন্দ সাঁতরার সঙ্গে। তিনি গ্র্যাজুয়েট। খড়্গপুরের ব্যাবসায়ী দেবব্রত দাসের সঙ্গে বিয়ে হয়েছে সোমার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy