ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্ম ধরে হাঁটছিলেন। ভিড়ের মধ্যে আচমকা তাঁকে ঘিরে ধরলেন খড়্গপুর জিআরপি কর্মীরা। শুরু হল তল্লাশি। ওই যুবক যাত্রীর কাছ থেকে ৩০টি কচ্ছপ উদ্ধার করা গিয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। শনিবার সকালের ঘটনা।
খড়্গপুর জিআরপি সূত্রের খবর, ধৃতের নাম বিমল শিট। বাড়ি পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার সালাজপুর এলাকায়। তাঁর বিরুদ্ধে বন্যপ্রাণী পাচারের অভিযোগ দায়ের হয়েছে। শনিবারই ধৃতকে খড়্গপুর মহকুমা আদালতে হাজির করানো হবে। এসআরপি (জিআরপিএস) দেবশ্রী সান্যাল বলেন, ‘‘বন্যপ্রাণী পাচারের অভিযোগে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে ৩০টি কচ্ছপ উদ্ধার হয়েছে।’’
খড়্গপুর জিআরপি সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১০টা ৫ মিনিটে বাঘাযতীন এক্সপ্রেস থেকে নামেন বিমল। ৫ নম্বর প্ল্যাটফর্ম ধরে হাঁটছিলেন। তাঁর হাতে থাকা দু’টি চটের বস্তা দেখে সন্দেহ হয় জিআরপি-র। বিমলকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তাঁর থেকে বস্তা দু’টি নিয়ে সেগুলো খুলতেই মেলে ৬০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের কচ্ছপগুলি।
আরও পড়ুন:
শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে, জিজ্ঞাসাবাদে ধৃত বিমল জানিয়েছেন, ওড়িশার জলেশ্বর থেকে কচ্ছপগুলি কিনে খড়্গপুরের বিভিন্ন বাজারে বিক্রির পরিকল্পনা করেছিলেন। ইতিমধ্যে ৩০টি কচ্ছপকে বন দফতরের হাতে তুলে দিয়েছে খড়্গপুর জিআরপি।