ঝাড়গ্রামে নির্দল সমর্থকদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। — নিজস্ব চিত্র।
নির্দলের সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ। আঙুল উঠল তৃণমূলের দিকে। পুরুষ এবং মহিলা মিলিয়ে ঘটনায় গুরুতর জখম হয়েছেন ন’জন। তাঁরা এখন ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে চিকিৎসাধীন। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের বেলিয়াবেড়া থানার রামগড় গ্রামের ঘটনা। তৃণমূল যদিও এই অভিযোগ অস্বীকার করেছে।
মারধরের অভিযোগ ওঠার পর এলাকায় টহল দিয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। ঘটনায় গুরুতর ভাবে জখম হয়েছেন নির্দলের সমর্থক চন্দ্রকান্ত দে। তিনি বলেন, ‘‘সকালে ছেলেকে বাসস্ট্যান্ডে ছাড়ার জন্য গিয়েছিলাম। সেই সময় হঠাৎ তৃণমূলের লোকজন আমার উপর চড়াও হন। বেধড়ক মেরে আমার মাথা ফাটিয়ে দেন। খবর পেয়ে আমাদের গ্রামের লোক ঘটনাস্থলে পৌঁছলে তাঁদেরও বেধড়ক মারধর করা হয়। মহিলাদেরও মারধর করা হয়েছে।’’ চন্দ্রকান্তের দাবি, ভোটের ফলঘোষণার পর মঙ্গলবার রাত থেকে তাঁদের গ্রামে ‘তাণ্ডব’ চলছে। তিনি আভিযোগ করে আরও বলেন, ‘‘আমরা তৃণমূলকে ভোট দিইনি বলে আমাদের মারধর করা হয়েছে।’’
তৃণমূল যদিও এই অভিযোগ মানেনি। গোপীবল্লভপুর দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি টিঙ্কু পাল বলেন, ‘‘এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনও ভাবে যুক্ত নয়। তাঁরা এলাকায় হেরে গিয়েছেন। তাই তৃণমূলের নামে বদনাম করার জন্য পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়েছেন।’’ উল্টে টিঙ্কু দাবি করে বলেন, ‘‘নির্দলের সমর্থকেরাই এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হঠাৎ করে চড়াও হন। তার পর গ্রামবাসীরা প্রতিরোধ করেন। আমরা এই এলাকায় ব্যাপক ভাবে জয়লাভ করেছি, ফলে গন্ডগোল করার কোনও প্রশ্নই ওঠে না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy