আগামী ৩১ মে কাঁথি থেকে রসুলপুর রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জন্য রাজ্য সড়ক সংস্কার করছে পূর্ত দফতর। পঞ্চায়েতের উদ্যোগে পরিষ্কার করা হচ্ছে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের ভিটে। রবিবার নিজস্ব চিত্র
নবজোয়ার কর্মসূচিতে রোড-শো করার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগে যুদ্ধকালীন তৎপরতায় পঞ্চায়েতের উদ্যোগে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের ভিটে পরিষ্কার এবং প্রায় এক কিলোমিটার দীর্ঘ কংক্রিটের রাস্তা তৈরি হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা এর জন্য দাবি জানিয়ে এলেও প্রশাসনের টনক নড়েনি। এখন অভিষেক আসবেন বলে তড়িঘড়ি সেই কাজ করা হচ্ছে। যথারীতি এই নিয়ে শুরু হয়ে গিয়েছে শাসক -বিরোধী রাজনৈতিক তরজা।
দেশপ্রাণের আবেগ উস্কে রাজনীতির লড়াই অনেক পুরনো। রাজ্যের বিরোধী দলনেতা এবং প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী বহুবার দেশপ্রাণের গৌরব গাথা নিয়ে সরব হয়েছেন। শুভেন্দু তৃণমূল ছাড়ার পর দেশপ্রাণের নমুনা তুলে ধরে তাঁর বিরুদ্ধে বার বার তোপ দেগেছে শাসক দল।
কাঁথি-২ ব্লকের চণ্ডীভেটিতে বীরেন্দ্রনাথ শাসমলের বসতভিটে। দীর্ঘদিন ধরে সেই বাড়ি সংস্কার করা হয়নি। ভগ্নপ্রায় বাড়িকে আষ্ঠেপৃষ্ঠেবেঁধে রেখেছে গাছের কান্ড আর শিকড়। বহু বছর ধরেই বাড়ির চারপাশ আগাছায় ঢাকা। একাধিক বার দাবি জানিয়েও হেরিটেজ স্বীকৃতি মেলেনি বলে অভিযোগ বাসিন্দাদের। অথচ হঠাৎই কয়েকদিন ধরে ওই বাড়ির চারপাশের আগাছা পরিষ্কার থেকে বাড়িকে গাছের আগল মুক্ত করার কাজ শুরু হয়েছে। এর জন্য চার থেকে পাঁচ জনকে নিয়োগ করা হয়েছে। তাঁদেরই একজনের কথায়, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন। তাই আগাছা পরিষ্কার করতে বলা হয়েছে। মজুরি বাবদ আট হাজার টাকা দেবে। পঞ্চায়েত থেকেই কাজের নির্দেশ দেওয়া হয়েছে।’’
শুধু দেশপ্রাণের বাড়ি নয়। চণ্ডীভেটি থেকে গ্রামে যাওয়ার প্রায় এক কিলোমিটার রাস্তাও কংক্রিটের করা হচ্ছে। রাস্তার কাজ এখনও শেষ হয়নি। স্থানীয় তৃণমূল পরিচালিত ধোবাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এবং সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই রাস্তা নির্মাণের কাজ চলছে। পঞ্চদশ অর্থ কমিশনের তহবিলের টাকা খরচ করে এই রাস্তা তৈরি করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় কয়েক জন বলেন,"দীর্ঘদিন ধরে গ্রামের রাস্তা খারাপ। বর্ষাকালে যাতায়াত করতে পারতাম না। বার বার বলেও কাজ হয়নি। এখন শুনছি অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রামে আসবেন। তাই দেখছি তড়িঘড়ি ঢালাই রাস্তা হচ্ছে।" পঞ্চায়েতের উদ্যোগে যে রাস্তা হচ্ছে তা মানছেন স্থানীয় পঞ্চায়েতের প্রধান ফাল্গুনী করণ মণ্ডল। তাঁর দাবি, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার জন্য রাস্তা হচ্ছে এমন কথা ঠিক নয়। স্থানীয় পঞ্চায়েত সদস্য একটি স্কিম জমা দিয়েছিলেন। একশো দিনের কাজের প্রকল্পে দেড় বছর ধরে টাকা পাইনি। তাই পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে রাস্তা তৈরি করা হচ্ছে।’’
কাঁথি দেশপ্রাণ ব্লকের বিডিও শুভজিৎ জানা বলেন,"অনেকদিন আগে থেকেই উদ্যোগ নেওয়া হচ্ছে। চণ্ডীভেটি গ্রামে যাওয়ার রাস্তা ও দেশপ্রাণের বাড়ি পরিষ্কার করার জন্য পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে টাকা পাওয়া গিয়েছে। তাই কাজ হচ্ছে।’’
প্রসঙ্গত, ৩০ মে পূর্ব মেদিনীপুরে নবজোয়ার কর্মসূচিতে আসার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ৩১ মে বিকেলে কাঁথির মানিকপুর থেকে চণ্ডীভেটি পর্যন্ত অভিষেক রোড-শো করবেন বলে জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত অভিষেকের দেশপ্রাণের বাড়ি যাওয়ার কর্মসূচি বাতিল হয়েছে। শনিবার অভিষেকের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে জেলা তৃণমূল নেতৃত্বের বৈঠকের পর বিষয়টি চূড়ান্ত হয়। আপাতত কাঁথি থেকে রসুলপুর পর্যন্ত রোড-শো করার কথা অভিষেকের। তার জন্য রাজ্য সড়ক সংস্কারের কাজ চলছে পূর্ত দফতরের উদ্যোগে। দুর্ঘটনা ঠেকাতে ওই রাস্তাতেও যে সব জায়গায় হাম্প বসানো হয়েছিল সেগুলিও তুলে দেওয়া হচ্ছে।
আর এই নিয়েই শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। শাসক দলকে আক্রমণ করে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সহ সভাপতি অসীম মিশ্র বলেন, ‘‘এতদিন বাদে দেশপ্রাণের কথা মনে পড়েছে ওদের! তাঁর বাড়ি খণ্ডহর। সংস্কার করা কিংবা তার বাড়ি ঘিরে পর্যটন কেন্দ্র তৈরির কোনও চেষ্টাই হয়নি। তৃণমূল দেশপ্রাণের বাড়িকে হেরিটেজ স্বীকৃতি দেয়নি। এখন তার আবেগ উস্কে ভোট বৈতরণী পার হতে চাইছেন অভিষেক।’’
দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তরুণ জানা বলেন, ‘‘জেলা পরিষদে ক্ষমতায় আসার পর আমরাই দেশপ্রাণের নামে পাঠাগার, আপার প্রাইমারি স্কুল চালু করেছি। স্থানীয়দের দাবি মেনেই সেখানে উন্নয়ন হচ্ছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy