শ্রীনু নায়ডু হত্যা মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে আগামী ১৮ মে থেকে। বিচার চলবে মেদিনীপুরের বিশেষ অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে। বুধবার এমনই নির্দেশ দিয়েছে মেদিনীপুরের জেলা ও দায়রা আদালত। মঙ্গলবারই মামলাটি দায়রা সোপর্দ হয়েছিল।
মামলার বিশেষ সরকারি আইনজীবী সমরকুমার নায়েক বলেন, “এই মামলার বিচার স্পেশাল কোর্টে হবে। মামলার পরবর্তী দিন ধার্য্য হয়েছে আগামী ১৮ মে।” এ দিন এই মামলায় ধৃত বরুণ ঘোষ এবং নন্দ দাসের জামিনের আবেদনের শুনানিও হয় জেলা ও দায়রা আদালতে। শুনানি শেষে জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। সমরবাবুর কথায়, “বরুণ ঘোষ এবং নন্দ দাস জামিনের আবেদন জানিয়েছিল। এ দিন শুনানি হয়। আদালত জামিনের আবেদন খারিজ করে দিয়েছে।”
বুধবার কড়া নিরাপত্তায় বাসব রামবাবু সহ ধৃত ১৩ জনকে মেদিনীপুর জেলা ও দায়রা আদালতে হাজির করা হয়। গত ১১ জানুয়ারি বিকেলে খড়্গপুরের নিউ সেটলমেন্ট এলাকায় তৃণমূলের ১৮ নম্বর ওয়ার্ড কার্যালয়ে দুষ্কৃতীদের গুলিতে খুন হয় শ্রীনু।
এই ওয়ার্ডেরই তৃণমূল কাউন্সিলর শ্রীনুর স্ত্রী পূজা। দুষ্কৃতী হামলায় নিহত হয় শ্রীনুর ‘ডান- হাত’ বলে পরিচিত ধর্মা রাও। জখম হয় তিনজন। শ্রীনু হত্যা মামলাটি চলছিল মেদিনীপুর সিজেএম আদালতে।
মঙ্গলবারই শ্রীনু হত্যা মামলাটি বিচারের জন্য দায়রা সোপর্দ করেছিল মেদিনীপুর সিজেএম আদালত। সেই মতো বুধবার ধৃতদের মেদিনীপুর জেলা ও দায়রা আদালতে হাজির করা হয়। এরপরই মামলাটি বিচারের ব্যাপারে পরবর্তী (মামলাটি কোন আদালতে বিচার হবে) সিদ্ধান্ত নেয় জেলা ও দায়রা আদালত।
জেলা ও দায়রা আদালত জানিয়ে দেয়, এই মামলার বিচার চলবে মেদিনীপুরের বিশেষ অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে। আগামী ১৮ মে ধৃতদের মেদিনীপুরের বিশেষ অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে হাজির করা হবে। এরপরই চার্জগঠনের প্রক্রিয়া শুরু হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy